করোনার জেরে ইউরোপে মহামারি পরিস্থিতি, ইউরোপ থেকে আসা যাত্রীদের উপর বাংলাদেশে লাগু নিষেধাজ্ঞা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (corona virus) আতঙ্ক যেন সারা বিশ্বকে গ্রাস করেছে। আর এই ভাইরাসকে ঠেকাতে বাংলাদেশ (Bangladesh) তৎপর।  এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্রিটেন ছাড়া ইউরোপ (Europe) থেকে আসা কোনও যাত্রীকে দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা(Dhaka)।

বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে তৈরি কোয়ারেন্টাইনে পর্যাপ্ত সুবিধা নেই। এই অভিযোগে বিক্ষোভ দেখান ইটালি ফেরত প্রবাসীদের কয়েকজন। প্রবল চেঁচামেচি শুরু করে বাইরে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন তাঁরা। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দু’জন বাড়ি ফিরে গিয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে। বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে এই রোগ ছড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ৭৬ হাজার ৫৯৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। চিকিৎসা চলছে ৮৫ হাজার ৭৭৬ জনের।

dt 200121 coronavirus 800x450

বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ অর্থাৎ সোমবার থেকেই ব্রিটেন ছাড়া ইউরোপের কোনও যাত্রীকে বাংলাদেশে নিয়ে আসা হবে না। কোনও যাত্রী বাংলাদেশে এলে তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। বিমান পরিবহণ সংস্থাটির প্রধান মার্শাল এম মফিদুর রহমান সাফ জানিয়েছেন, ব্রিটেন ছাড়া ইউরোপের অন্য কোনও দেশ থেকে যাত্রী নিয়ে এলে সেই দায় সংশ্লিষ্ট বিমান সংস্থার। ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার খরচ বাংলাদেশ সরকার বহন করবে না। সেই বিমান সংস্থাকে নিজ খরচে সেই যাত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে।

CORONA 222

পরে এই সম্পর্কে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলি থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না। এছাড়া বাংলাদেশ সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। এই বিধিনিষেধের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ব্রিটেন।

সম্পর্কিত খবর