বাংলাহান্ট ডেস্কঃ হাসপাতালের (hospital) আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক সন্দেহভাজন করোনা আক্রান্ত যুবক। দিল্লির (delhi) সফদরজং হাসপাতালে ঘটেছে এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশে ফিরেছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। কিন্তু তার আগেই আত্মহত্যা করেছেন ওই যুবক।
জানা গিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ওই যুবককে। হাসপাতাল সূত্রে খবর, আচমকাই সেখান থেকে বেরিয়ে এসে সটান ঝাঁপ দেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সকলেই। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন ওই যুবক। আটতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার খানিকক্ষণের মধ্যেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক।
Man suspected of #coronavirus commits suicide by jumping off Safdarjung Hospital building in Delhi: Police
— Press Trust of India (@PTI_News) March 18, 2020
ভারতে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৫১ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ২৫ জন বিদেশি। আক্রান্তের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ৪৪ জন এই রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে তিনজনের। দেশের বাইরেও ২৭৬ জন ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৫৫ জন রয়েছেন ইরানে। ১২ জন সংযুক্ত আরব আমিরশাহীতে। ৫ জন আক্রান্ত হয়েছেন ইতালিতে। এছাড়াও হংকং, শ্রীলঙ্কা, রোয়ান্ডা এবং কুয়েত—-এই চারটি দেশেই একজন করে আক্রান্ত হয়েছেন।
সারা বিশ্বে করোনার বলি হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। চিনের পর ইতালি এবং ইরানেও মহামারীর আকার নিয়েছে এই নোভেল করোনাভাইরাস।