করোনামুক্ত করতে বেলগাছিয়ায় পৌরসভা কর্মীদের অন্য রূপ জানালেন,মানুষের সেবা করাটাই আমাদের কাজ

কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া এলাকায় বেশ কয়েক জন করোনা আক্রান্ত হয়েছে। কয়েক জনের মৃত্যুও হয়েছে। স্থানীয় কমিউনিটি হলে প্রাথমিক প্রশিক্ষণের পরে কাজ শুরু করেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। তারা জানিয়েছেন তাদের অসুবিধা হচ্ছে তবুও তারা সমাজকে সুস্থ রাখার তাগিদে এই কাজ করছেন।

corona virus getty

জীবাণুনাশক রাসায়নিকের ভার কাঁধে নিয়ে বেলগাছিয়ার কাজ করছে কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা। তাদের মধ্যে একজন জানান এ সব পরে একটু গরম লাগছে। মানুষের সেবা করাটাই আমাদের কাজ। সেই কাজ তো করতেই হবে।’’

শহর কলকাতায় কোভিড-নিয়ন্ত্রণ কর্মসূচির প্রথম দিন থেকেই আমরা কাজ করছি আর করবো।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।


সম্পর্কিত খবর