বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে চলেছে। তাতে ক্রমশই অস্বস্তি বেড়ে চলেছে তাদের। সেই অস্বস্তি বাড়িয়ে বর্তমানে ১০০ দিনের কাজের প্রকল্পে উঠল এক চাঞ্চল্যকর অভিযোগ, যা নিয়ে বর্তমানে বিতর্ক দানা বাঁধতে আরম্ভ করেছে। গাছ লাগানো বাবদ ২২ লক্ষ টাকার কাছাকাছি খরচের হিসেব দিলেও বাস্তবে তার এক শতাংশ পূরণ হয়নি বলে অভিযোগ। এক্ষেত্রে কোনো স্থানে রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিয়েছে, তো কোথাও আবার গাছ লাগানোই হয়নি। তবে এত লক্ষ টাকা গেল কোথায়, এ নিয়ে বর্তমানে উঠে গিয়েছে প্রশ্ন।
ঘটনার কেন্দ্রস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েত। এই ঘটনাটি সামনে আসার পরেই প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসীরা। সরকারি ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে রায়গঞ্জ এলাকার শীতগ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে প্রায় ৮০০ টির কাছাকাছি গাছ লাগানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এমনকি, এর পিছনে ২২ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে ওয়েবসাইট মারফত। তবে প্রকাশ্যে মেলেনি একটি গাছেরও দেখা!
এলাকাবাসীদের মতে, একাধিক স্থানে গাছ লাগানো হয়নি, তো আবার কোথাও কোথাও গাছ লাগালেও সেখানে রক্ষণাবেক্ষণের অভাব দেখা গিয়েছে। অভিযোগ, শ্রমিকদের পেছনে বহু টাকা খরচ করা হলেও কাজের সময় তাদের চোখে পড়েনি। এক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দাবি, প্রাকৃতিক দুর্যোগ এবং একাধিক গবাদি পশুর কারণে গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো রকম দোষ নেই।
তবে বর্তমানে পঞ্চায়েতের উপপ্রধান কথায় গাফিলতির চিত্র স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেন, “এলাকায় গাছ লাগানোর পরে যে রক্ষণাবেক্ষণের দরকার ছিল তা হয়নি আর সেই কারণেই এই অবস্থা।”