বাংলা হান্ট ডেস্ক : আবারও এক নতুন দুর্নীতি উঁকি দিচ্ছে রাজ্যের (West Bengal) অলিন্দে। নিয়োগ দুর্নীতি এই মুহুর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগে আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। এবার বন্যার (Flood) জন্য দেওয়া ক্ষতিপূরণের টাকা বিতরণেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল।
মালদহ জেলায় বন্যার টাকা বিতরণে বিস্তর গরমিলের অভিযোগে মামলা হল হাইকোর্টে (Calcutta High Court)। সেই দুর্নীতিতে সিএজি বা ক্যাগ (CAG) তদন্তের নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত করতে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।
জানা যাচ্ছে, ২০১৭ সালে মালদহে (Maldah) বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকার ৫৮ কোটি টাকা দিয়েছিল বিপর্যস্ত ঘরবাড়ি মেরামতির জন্য। ২০১৯ সালে সেই টাকা বিলি করা হয়। কিন্তু বণ্টন ঠিক পথে হয়নি বলে অভিযোগ একাধিক মহলের অধিকাংশ টাকাই ঢুকেছে স্থানীয় নেতাদের পকেটে।
কারা টাকা পাবেন, সেই তালিকা পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা তৈরি করে দেয়। মালদহের ১২টি ব্লকে ১০২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই টাকা বিলি করা হয়েছিল। কিন্তু অভিযোগ, যাঁরা ক্ষতিগ্রস্থ তাঁরা টাকাই পাননি! টাকা পেয়েছেন অন্য কেই, যারা তার যোগ্য নন।
মামলাকারী প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা নিজেদের আত্মীয় পরিজনদের টাকা দিয়ে দিয়েছেন বলে অভিযোগ সামনে আসছে।
মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। শুনানি শেষে আদালত, গোটা বিষয়ের তদন্তভার ক্যাগের হাতে দিয়েছে। রাজ্যের কাছে এই সংক্রান্ত যা নথি রয়েছে তা হাতে দেবে। ক্যাগ তদন্ত করে ৮ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে। আদালত আরও জানিয়েছে, যদি তদন্তে কোনও গলদ পাওয়া যায় তবে সিবিআই তদন্তও হতে পারে।