এবার দুর্নীতির অভিযোগ দমকলেও! নাম জড়াল তেহট্টে TMC বিধায়কের, ভাইরাল অডিও ক্লিপ

বাংলা হান্ট ডেস্ক : এবার দুর্নীতির কবলে দমকল বিভাগ (Corruption in Fire Brigade Recruitment)। এখানেও কী নিয়োগে দুর্নীতি হয়েছে?‌ রাজ্যজুড়ে এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই দুর্নীতিতে নাম জড়াল তেহট্টের বিধায়ক তাপস সাহার। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) টুইট করে তাপস সাহার বিরুদ্ধে দমকল বিভাগের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে এনেছেন।

শুধু তাই নয়, একটি অডিয়ো ক্লিপও তিনি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও ওই অডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। তবে ওই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তাপসবাবু।

এই প্রসঙ্গে বিষয়ে দমকলমন্ত্রী জানান, দমকল বিভাগে চাকরি পিএসসি’‌র মাধ্যমেই হয়। এছাড়া তিনি আর কিছুই বলেননি। নদিয়ার এই তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে সরকারি দফতর এবং স্কুলে চাকরি পাইয়ে দিয়ে টাকা তোলার অভিযোগ ওঠে অনেক আগেই। যার জেরে রাজ্য পুলিসের দুর্নীতিদমন শাখা এ নিয়ে তদন্ত শুরু করেছে। এমনকী প্রবীর কয়াল নামে তাপসের এক ঘনিষ্ঠকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। এই নিয়ে এবার মাঠে নামতে চাইছে বিজেপ।

tmc flag

ভাইরাল অডিয়ো ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ফায়ার ব্রিগেডে তোর ওই ছেলেটার তো কাজ হয়েছে। এই মাসের ২৫ তারিখের পর বলে দেব, কোন ডেটে কলকাতায় যাবে। বাকি টাকাকড়ি রেডি করতে বল। ৫০ দেওয়া আছে আরও সাড়ে চার পাব।’ এই কণ্ঠস্বর তাপসবাবুর বলে দাবি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি তাপসবাবুর গ্রেফতারের দাবিও তুলেছেন। যদিও এই অডিয়ো ক্লিপের বাইরে আর কোনও প্রমাণ এখনও পর্যন্ত দিতে পারেননি তরুণজ্যোতিবাবু।

তেহট্টের বিধায়ক তাপস সাহার পাল্টা দাবি, ওই কণ্ঠস্বর মোটেই তাঁর নয়। তিনি বলেন, ‘‌জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে যোগসাজশ করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। টিনা ভৌমিক সাহা টেটে পাশ না করেও স্কুলে শিক্ষকতা করছেন। ওই গলা আমার নয়। এরকম কোনও কথাই হয়নি।’


Sudipto

সম্পর্কিত খবর