কোটি টাকা খরচে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, পথশ্রী প্রকল্প নিয়ে ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুরের মানুষ

বাংলা হান্ট ডেস্ক : ফের দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য। এবার বেনিয়ম হয়েছে রাস্তা তৈরিতে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এলাকায় দু-দুটি পথশ্রী প্রকল্পের (Pathashri Project) রাস্তা। এমনই অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন এলাকাবাসী। সরকারি নিয়ম না মেনে কোটি টাকা ব্যয় করে দু-দুটি রাস্তা নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Medinipore) চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের মানুষ।

এলাকাবাসীর থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতও। সঠিক নিয়ম মেনে রাস্তার কাজের দাবিতে বিক্ষোভও দেখায় স্থানীয় মানুষজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণার কৃষ্ণপুরে। এলাকাবাসী নয়, কিছু স্বার্থাণ্বেষী মানুষ সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে পালটা দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

tmc flag

ঘটনাটা কী? পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকা। জানা গিয়েছে, ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ও সাউবেড়িয়া এই দুই গ্রামে দুটি পৃথক পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। একটি কৃষ্ণপুরে ইয়াসিন খানের বাড়ি থেকে মুক্তার বাঁধ পর্যন্ত ১.৭১০ কিমি ঢালাই রাস্তা। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৫,০৫,৬৬৮ টাকা। অপরটি সাউবেড়িয়া থেকে হাবিবুল্লাহ শেখের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ঢালাই রাস্তা। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৯,৪২,৪২৭ টাকা।

এই দুই রাস্তার কাজ শুরু করেছে ঠিকাদার সংস্থা। এলাকাবাসীর অভিযোগ, দুটি রাস্তার কাজেই সরকারি নিয়ম মানা হচ্ছে না। রাস্তার কাজের জন্য শুরুতেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। গ্রামের বেলাল মোরাম রাস্তা ড্রেসিং করে তার উপর বিছানো হচ্ছে কাদামাটি যুক্ত মোরাম ও অব্যবহৃত ইঁট এবং যৎসামান্য বালি। এর উপর হবে ঢালাইয়ের কাজ।অভিযোগ শুরুতেই এভাবে রাস্তার কাজ করা হলে সেই রাস্তা বেশিদিন টিকবে না। ফের বেহাল হয়ে পড়বে রাস্তা। আর এই আশঙ্কা থেকেই ওই দুই এলাকার মানুষজন একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন।

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা কাজ শুরুর বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়েছে।ওই দুই রাস্তার সঙ্গে পার্শ্ববর্তী হুগলি জেলার যেমন সংযোগ রয়েছে তেমনই কৃষি প্রধান এলাকা হওয়ায় এলাকার কৃষকদের কাছেও ওই রাস্তার গুরুত্ব অপরিসীম বলে দাবি এলাকাবাসীর। ফলে সঠিক মালপত্র দিয়ে ভালোভাবে যাতে দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় ঢালাইয়ের কাজ করা হয় সেই দাবিই জানান তাঁরা।


Sudipto

সম্পর্কিত খবর