‘চাকরি দেওয়ার নামে যুবতীদের সঙ্গে শারীরিক সম্পর্ক, কোটি টাকা আত্মসাৎ,’ পার্থপ্রতিমের বিরুদ্ধে পোস্টার

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে ফের উত্তপ্ত শহর কোচবিহার (Coochbehar)। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসকদলের বিরুদ্ধে অভিযোগের হিড়িক তুলছে আম জনতা। ফের একবার প্রকাশ্যে সেই একই চিত্র উঠে এল উত্তরবঙ্গ থেকে। এবার চাকরির নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠল কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Ray) বিরুদ্ধে।

এদিন সকাল থেকে কোচবিহারের রাস্তায় নেতার বিরুদ্ধে পড়ে থাকা দুর্নীতির লিফলেট ঘিরে শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। লিফলেটে লেখা রয়েছে, “পার্থপ্রতিম রায় এনবিএসটিসিতে নিয়োগ, প্রাথমিক ও হাইস্কুলে চাকরি এবং কনফেডের চেয়ারম্যান থাকাকালীন চাকরির নামে কোচবিহার জেলার হাজার হাজার গরিব শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন। তাঁদের কোনও চাকরি হয়নি। এমনকি চাকরির প্রতিশ্রুতি দিয়ে অনেক শিক্ষিত যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে।’ পাশাপাশি তাতে হুঁশিয়ারি দিয়ে লেখা , আত্মসাতের টাকা যদি ফেরত না দেওয়া হয় তাহলে গণআন্দোলন করা হবে। এমনকি, পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে এবং প্রশাসনিক অফিসগুলোর সামনে অনশনে বসারও হুমকি দেওয়া হয়েছে সেখানে।

এই লিফলেট গুলিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে লিফলেট কে বা কারা ছড়িয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। পোস্টারের নিচে লেখা রয়েছে, “কোচবিহার সাধারণ মানুষের মঞ্চ”। যদিও এই লিফলেটের পেছনে কোনো রাজনৈতিক দলের কেউ জড়িত কিনা সেই বিষয় স্পষ্ট নয়। অন্যদিকে, তুফানগঞ্জের বিজেপি বিধায়ক (BJP MLA) মালতি রাভার অভিযোগ, “সাধারণ মানুষ ক্ষীপ্ত হয়ে এভাবে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে।” তবে এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে চাননি উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা পার্থপ্রতিম।

parthapratim

প্রসঙ্গত, এই প্রথম নয় চলতি ডিসেম্বরেই কোচবিহারের আরেক তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ নেত্রী কল্যাণী পোদ্দারের বিরুদ্ধেও দুর্নীতির পোস্টারে ঢেকেছিল শহরের বহু জায়গা। এবার ফের একবার এই একই অভিযোগে বিদ্ধ হলেন শাসকদলের আরেক নেতা পার্থপ্রতিম রায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর