শেষের পথে মহাকুম্ভ! ঘটবে এক বিরল মহাজাগতিক ঘটনা, ভারতবাসী সাক্ষী থাকবে এই অবিশ্বাস্য দৃশ্যের

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ (Maha Kumbh)। দেশ-বিদেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী এসেছেন মহাকুম্ভে (Maha Kumbh) পুণ্য স্নানের উদ্দেশ্যে। মোক্ষ লাভের আশায় প্রয়াগরাজের ত্রিবেণীসঙ্গমস্থলে প্রতিদিন জড়ো হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। তবে এবার মহাকুম্ভের শেষ লগ্নে মহাকাশে ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা।

মহাকুম্ভের (Maha Kumbh) শেষ মুহূর্তে মহাজগতিক ঘটনা

গত ১৩ ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ। এখনও মহাকুম্ভে সামিল হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। মহাকুম্ভ নিয়ে একদিকে যেমন সব ধরনের মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে, ঠিক তখনই ভারতের (India) আকাশে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, সৌরজগতের সাতটি গ্রহ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একসাথে দৃশ্যমান হবে আকাশে।

আরোও পড়ুন : চিন তো কোন ছাড়! ‘এই’ ক্ষেত্রে ভারতের সামনে জাস্ট দাঁড়াতেও পারছে না জিংপিংয়ের দেশ

ভারতের আকাশ থেকেই দেখা মিলবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের। ধর্মবিশ্বাসীরা বলছেন, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ধরনের মহাজগতিক ঘটনার। এমনিতেই জানুয়ারি মাস থেকে রাতের আকাশে কখনও কখনও দেখা মিলছে বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের।

আরোও পড়ুন : আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা! ‘এই’ মহিলাদের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার!

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ মহাকুম্ভের শেষ লগ্নে রাতের আকাশে দেখা মিলবে শুক্র গ্রহরও। এই সাতটি গ্রহ সূর্যের একদিকে অবস্থান করবে ২৮ ফেব্রুয়ারি রাতে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এমনিতে খালি চোখে ৫টি গ্রহকে দেখা গেলেও, ইউরেনাস ও  নেপচুনকে দেখতে হবে দূরবীনের সাহায্যে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই মহাজগতিক ঘটনা প্রত্যক্ষ করার সবথেকে সেরা সময় সূর্যাস্তের পরে গোধূলি অথবা সূর্যোদয়ের আগে। 

Cosmic view from india during Maha Kumbh

আকাশের সবথেকে উঁচু স্থানে এই সময়কালে অবস্থান করবে গ্রহগুলি। ভারতের আকাশ থেকেও প্রত্যক্ষ করা যাবে এই গ্রহগুলিকে। ফেব্রুয়ারি মাসের পর চলতি বছরের অগাস্ট মাসে এই মহাজগতিক দৃশ্য (Cosmic View) ফের প্রত্যক্ষ করার সুযোগ পাবেন ভারতবাসী। সেই সময়ে আকাশে একসাথে ছটি গ্রহকে দেখা যাবে ভারত থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর