বাংলাহান্ট ডেস্কঃ রাস্তায় হাঁটতে হাঁটতে কাশি হয়েছিল এক যুবকের। এই কাশি দেখে কোভিড ১৯ পজিটিভ সন্দেহে তাঁকে মারধর করে জনতা। এই মারে মৃত্যু হয়েছে ৩৪ বছরের ওই যুবকের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার কল্যাণ শহরে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গণেশ গুপ্তা (Ganesh Gupta) নামের ওই ব্যক্তি নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু কিছুদূর গিয়েই তিনি দেখেন রাস্তায় কিছু পুলিশ টহল দিচ্ছে। পুলিশকে দেখে অন্য একটি রাস্তা দিয়ে দোকানে যাওয়ার চেষ্টা করেন গণেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাশি হয় তাঁর। এই কাশি দেখে সেখানে উপস্থিত জনতা সন্দেহ করে করোনা আক্রান্ত হয়েছেন ওই যুবক। তাই তারা মারতে শুরু করে তাঁকে। জনতার মারে গুরুতর আহত হন গণেশ। পাশের একটা নালায় পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে সেখানে আসেন খড়কপাড়া থানার পুলিশ। তাঁরা নালা থেকে দেহ তুলে তা ময়নাতদন্তের জন্য পাঠান। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। দেশে করোনা বিপর্যয় শুরুর সময় থেকেই ক্রমে অবস্থা খারাপ হয়েছে মহারাষ্ট্রের। প্রথম থেকেই এ রাজ্যে আক্রান্তের ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যের অন্যতম বড় শহর মুম্বই রীতিমতো বিপদের দোরগোড়ায়। বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বইতেই নতুন করের ৫২২ জন আক্রান্ত হওয়ার খবর এসেছে। এখনও পর্যন্ত শুধু মুম্বইতেই মৃত্যু হয়েছে ১৬৭ জনের।
মহারাষ্ট্রে এক দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন! মৃত্যু হয়েছে ১৪ জনের। এটাই এ পর্যন্ত একদিনে সর্বাধিক বৃদ্ধি এ রাজ্যে। সারা দেশের দুশ্চিন্তা বাড়িয়ে, ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৭ ও মৃতের সংখ্যা ২৮৩। এর মধ্যে মুম্বইতেই আক্রান্ত চার হাজার জনের বেশি।