টার্নিং পিচ বানিয়ে বেকায়দায় পড়লো ভারতই! ‘ইন্দোরেই থেকে যেতে চাই’, মন্তব্য অজি স্পিনারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্দোরে চূড়ান্ত বেকায়দায় ভারতীয় দল (Team India)। ভারতের পরিকল্পনাতেই ভারতকে ঘায়েল করছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৮৮ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিংয়ের সম্মুখীন হয়ে প্রতিবেদনটি লেখার সময় ভারত হারিয়ে ফেলেছে ৭ উইকেট। অথচ লিড ছুঁয়েছে মাত্র ৬০-এর গণ্ডি। ভারতকে এই টেস্টে জয় নিশ্চিত করতে গেলে অস্ট্রেলিয়ার সামনে অন্তত ১০০-১৫০ রানের টার্গেট রাখতেই হবে। নয়তো ভারতের হাতে অশ্বিন, জাদেজার মতো স্পিনার থাকলেও অজিদের রোখা অসম্ভব হয়ে যাবে।

কিন্তু এখন ভারতের এই পরিস্থিতি অত্যন্ত উপভোগ করছে অস্ট্রেলিয়ার হয়ে দিল্লি টেস্টে অভিষেক ঘটানো কুহেনেম্যান (Matthew Kuhnemann)। তাকে অনেকে খুনেম্যান বলেও ডাকছেন। ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে যেভাবে ভারতীয় ব্যাটিং লাইনআপকে হত্যা করেছেন তিনি, তাতে তার এই নাম খুব একটা বেমানান হয়নি।

প্রথম ইনিংসে মাত্র ৯ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন বাঁ-হাতি অজি অফস্পিনার। প্রতিবেদনটি লেখার সময় দ্বিতীয় ইনিংসে তিনি এখনো পর্যন্ত বিরাট কোহলির উইকেটটি পেয়েছেন। নিচের কেরিয়ারের প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলতে নেমে যে পরিস্থিতি তিনি উপহার পেয়েছেন তা যেন স্পিনারদের স্বর্গরাজ্য। বাকি অস্ট্রেলিয়া দল এই রকমের পিছে অস্বস্তিতে ভুগলেও খুবই উপভোগ করছেন কুহেনেম্যান।

kuhnemann

প্রথম দিনের খেলা শেষ হবার পর তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আমার মনে হচ্ছে সারাজীবন এখানেই থেকে যাই, এই মাঠে টেস্ট ম্যাচ খেলেই আরও উইকেট নিতে থাকি। আর লিয়নের উপস্থিতি আমাকে খুব সাহায্য করেছে পরিস্থিতি সহজে বুঝে নিতে। আমি দুই উইকেট পাওয়ার পর ও আমাকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিচ্ছিল এবং নিজের স্বাভাবিক খেলা খেলতে বলছিল।”

প্রথম ইনিংসে লিয়ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা বোলার হলেও তৃতীয় ইনিংসে ইতিমধ্যেই ৪ উইকেট নিয়ে নিয়েছেন তিনি। তার ডেলিভারি খেলতে গিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ছেন ভারতীয় ব্যাটাররা। ভারতের হয়ে এই মুহূর্তে লড়ছেন চেতেশ্বর পূজারা। নিজের ১০১ তম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে ফেলেছেন তারকা এই ভারতীয় টেস্ট ব্যাটার।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর