‘আপনি কি বিচারপতি গাঙ্গুলির মতো নির্দেশ দিতে পারতেন?’, প্রশ্ন শুনেই জাস্টিস বসাক বললেন, আমি…

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ মামলায় (Recruitment Scam) এবার CBI-এর রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিতর্কিত চাকরিপ্রাপকেরা। এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর গাজিয়াবাদ অভিযান নিয়ে তাদের আইনজীবী অনিন্দ্য মিত্রের প্রশ্ন, ‘কেন নাইসার দফতরে না গিয়ে প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসলের বাড়িতে গেল CBI ? কোন তথ্যের ভিত্তিতে গাজিয়াবাদে তাদের অভিযান ?”

এদিন বিচারপতি দেবাংশু বসাকের (Justice Debangshu Basak) ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি চলছিল। সেখানেই বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবীর মুখে উঠে এল হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্যু। বিচারপতি বসাকের উদ্দেশে আইনজীবীর প্রশ্ন, “আপনি থাকলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নির্দেশ দিতেন?”

   

প্রসঙ্গত, ওই সকল চাকরিপ্রাপকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ইস্যু তুলেই আইনজীবির প্রশ্ন, ‘এত কড়া নির্দেশ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? আপনি হলে কি এই ধরনের নির্দেশ দিতে পারতেন?”

এরপরই বিচারপতি বলেন, “আমি থাকলে আমরা আরও একটা লাইন যোগ করতে পারতাম। হয়তো তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতাম।” পাশাপাশি বিচারপতি বসাক এও বলেন,“কেউ অবৈধভাবে চাকরি পেলে কী করা উচিৎ? আমরা ২৩ লক্ষ OMR আমরা খতিয়ে দেখিনি।” আইনজীবীর উদ্দেশে প্রশ্ন বিচারপতির।

আইনজীবীর পাল্টা যুক্তি, “যদি দেখা যায় কোন যোগ্য ব্যক্তি নিষ্ঠার সঙ্গে যোগ্যতার সঙ্গে চাকরি করেছেন কিন্তু তিনি অবৈধভাবে চাকরি পেয়েছেন তাহলে কি তাকে বেতন ফেরত দেওয়ার মতো নির্দেশ দেওয়া যায়?” এদিন স্কুলে সার্ভিস কমিশন আদালতে জানায়, “আদালতের নির্দেশে সিবিআই যে OMR গুলি দিয়েছিল, সেগুলি আমরা খতিয়ে দেখেছি।” এই শুনে বিচারপতি বসাকের প্রশ্ন, ” আদালত যদি ২৩ লক্ষ উত্তরপত্র পুনরায় আপনাদের খতিয়ে দেখার নির্দেশ দেয় তাহলে পারবেন?” কমিশনের জবাব, “সময়সাপেক্ষ হলেও সেটা সম্ভব।”

calcutta high court ssc recruitment scam

আরও পড়ুন: TET-এ ১৫টি প্রশ্ন ভুল! হাই কোর্টে মামলা হতেই পর্ষদকে বিরাট নির্দেশ বিচারপতি মান্থার

চাকরিপ্রাপকদের আইনজীবীর আরও প্রশ্ন, “এসএসসি নাইসার তথ্যে বিশ্বাস করছে। তবে সেখানকার প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের তথ্যের ওপর বিশ্বাসযোগ্যতা রয়েছে তাদের ?” এরপরই বেতন ফেরতের নির্দেশের কথা তুলে ধরেন আইনজীবী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর