উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা কবে? দিনক্ষণ জানাল কাউন্সিল, কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে টালমাটাল পরিস্থিতি বাংলায়। এর মাঝেই উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) ফলাফল ঘোষণার তারিখ সামনে আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৭ ই মে ঘোষণা হতে চলেছে দ্বাদশ শ্রেণির ফলাফল। কখন, কোথায়, কীভাবে দেখা যাবে রেজাল্ট সব তথ্যই রইল এই প্রতিবেদনে।

কোথায় কীভাবে দেখা যাবে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) ফলাফল?

আগামী ৭ ই মে ঘোষণা হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) ফলাফল। বেলা সাড়ে বারোটা নাগাদ পরীক্ষার্থীরা জানতে পারবে ফলাফল। আর দুপুর দুটো থেকে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুভাবেই ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ডাউনলোডও করা যাবে রেজাল্ট। www.wbchse.wb.gov.in, https://results.digilocker.gov.in/ ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল। পাশাপাশি কিছু বেসরকারি ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল। ৮ ই মে সকাল দশটা থেকে স্কুলে মার্কশিট এবং শংসাপত্র দেওয়া হবে।

Council announced higher secondary examination result date

কিছুদিন আগেই ঘোষণা হবে মাধ্যমিকের ফল: কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। তখনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, তার দু থেকে আড়াই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) ফলাফল। উল্লেখ্য, মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে আগামী ২ রা মে। কার্যক্ষেত্রে দেখা গেল তার আরও আগেই প্রকাশ করা হচ্ছে উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) ফল। জানা গিয়েছে, এবারে সম্পূর্ণ ফলপ্রকাশের প্রক্রিয়াটা হবে অনলাইনে। কোনো রকম ত্রুটি যাতে না থাকে সেদিকে নজর রাখা হবে।

আরো পড়ুন : বুধে দিঘা বনাম মুর্শিদাবাদ! অক্ষয় তৃতীয়াতেই রাজ্যে বড় কর্মসূচীর ঘোষণা শুভেন্দুর

পরীক্ষার্থী কমেছে এ বছরে: উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছরে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বেশ অনেকটা। গত বছর পরীক্ষার্থীর (Higher Secondary Examination) সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। রিপোর্ট বলছে, এ বছরে মোট ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী বসেছিল পরীক্ষায়। এমনকি অনেকে রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসেননি।

আরো পড়ুন : মৃত্যুর এত মাস পর হঠাৎ অ্যাক্টিভ ‘অভয়া’র মোবাইল, করা হল এই ‘পরিবর্তন’! তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বাবা মা

এ বছর পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল নকল কযা রুখতে। মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ রুখতে ব্যবস্থা করা হয়েছিল মেটাল ডিটেক্টরের। এবারে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যাও অনেকটা বেশি ছিল বলে রিপোর্টে প্রকাশ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X