মোক্ষম জবাব! ভারতে এলে ব্রিটেনের নাগরিকদের থাকতে হবে নিভৃতবাসে, মানতে হবে সব নিয়ম

বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীর ব্রিটেন দ্বারা ভারতীয়দের উপর জারি নিষেধাজ্ঞার জবাবে ভারতও ব্রিটেনকে শিক্ষা দিল। এবার থেকে ব্রিটেনের নাগরিকদের উপরেও জারি হবে নিষেধাজ্ঞা। ব্রিটিশ নাগরিকরা ভারতে এলে ১০ দিন অনিবার্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবং নিভৃতবাসে থাকার আগে এবং পরে করোনার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ভারতের তরফ থেকে।

ব্রিটেন থেকে ভারতে আসা নাগরিকদের জন্য এই নিয়ম অক্টোবর মাস থেকেই লাগু হবে। সূত্র থেকে জানা যাচ্ছে যে, চার অক্টোবর থেকে ভারতে আসা সমস্ত ব্রিটিশ নাগরিকদের করোনার টিকা নেওয়া থাকলেও ৭২ ঘণ্টা আগের করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট ভারতীয় এয়ারপোর্টের অথরিটিকে জমা দিতে হবে। এরপর ৮ দিন পর আবারও টেস্ট করাতে হবে।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ নাগরিকরা ভারতে এলে তাঁদের যেকোনও জায়গায় ১০ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে।

উল্লেখ্য, ব্রিটেন কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়ার পরেও ব্রিটেনে যাওয়া সমস্ত ভারতীয় নাগরিকদের ১০ দিনের অনিবার্য কোয়ারিন্টিন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এই নিয়মের বিরোধিতা করে পরিবর্তন আনার আবেদন জানিয়েছিল। কিন্তু ব্রিটেন রাজি নয়। আর এরপর ভারতও ব্রিটেনকে পাল্টা ঝটকা দিতে একই নিয়ম লাগু করছে। এই নিয়ম ব্রিটেন আর ভারতে একই দিনে লাগু হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর