সাবধান! দ্বিগুণ হল ৫০০ টাকার জাল নোট! লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভুয়ো ২০০০-র নোটও

বাংলা হান্ট ডেস্ক: দেশে জাল নোটের আধিক্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সর্বশেষ তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২০২১-২২-এর আর্থিক বছরে জাল নোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, ২০২০-২১ সালে ৫০০ টাকার জাল নোট ১০১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ২,০০০ টাকার জাল নোট ৫৪.১৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

Times Now-এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত ৫০০ এবং ২,০০০ টাকার ব্যাঙ্ক নোট মোট মূল্যের ৮৭.১ শতাংশ হারে প্রচলন ছিল। যদিও, ২০২১-এর ৩১ মার্চ, এই পরিসংখ্যান ছিল ৮৫.৭ শতাংশে। পাশাপাশি, ভলিউমের দিক থেকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৫০০ টাকার নোটের সর্বোচ্চ শেয়ার ছিল ৩৪.৯ শতাংশ। এরপরেই ছিল ১০ টাকার নোট, যা মোট ব্যাঙ্ক নোটের ২১.৩ শতাংশ ছিল।

কমেছে ৫০ ও ১০০ টাকার জাল নোট:
জানা গিয়েছে, গত বছরের তুলনায়, ১০ টাকা, ২০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা (নতুন ডিজাইন) এবং ২,০০০ টাকার জাল নোট যথাক্রমে ১৬.৪ শতাংশ, ১৬.৫ শতাংশ, ১১.৭ শতাংশ, ১০১.৯ শতাংশ এবং ৫৪.৬ শতাংশ হারে বেড়েছে। পাশাপাশি, ৫০ টাকার জাল নোটের পরিমান ২৮.৭ শতাংশ এবং ১০০ টাকার জাল নোট ১৬.৭ শতাংশ হারে হ্রাস পেয়েছে।

২,০০০ টাকার নোট দ্রুত গায়েব হয়ে যাচ্ছে:
RBI-এর বার্ষিক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ২,০০০ টাকার নোটের সংখ্যা ক্রমাগত কমছে। চলতি বছরের মার্চের শেষ নাগাদ মোট নোটের পরিমানে তাদের শেয়ার ২১৪ কোটি বা ১.৬ শতাংশে নেমে এসেছে।

money news new.

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের মার্চ পর্যন্ত, সমস্ত মূল্যের নোটের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,০৫৩ কোটি। এর আগে অর্থাৎ এক বছর আগে একই সময়ে এই সংখ্যা ছিল ১২ হাজার ৪৩৭ কোটি টাকা। পাশাপাশি, RBI-এর রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে, ২০২০ সালের মার্চের শেষে ২,০০০ টাকার নোটের সংখ্যা ছিল ২৭৪ কোটি। এই পরিসংখ্যান মোট কারেন্সি নোটের ২.৪ শতাংশ ছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর