নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে দেশজুড়ে নয়া কৃষি আইন প্রত্যাহার আন্দোলন এখনও অব্যহত। জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে চর্চার বিষয় হয়ে ওঠা এই আন্দোলনকে এখনও হালকা ভাবে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে বলে দাবি আন্দোলনরত দের। তবে কৃষক নেতা রাকেশ টিকাইতের নেতৃত্বে তা দিনে দিনে বৃহত্তর আকার ধারণ করছে।
বুধবার ইউনাইটেড কৃষক মোর্চা নেতা ও ভারতীয় কৃষক ইউনিয়নের জাতীয় মুখপত্র রাকেশ টিকাইত পূর্বাঞ্চলে আন্দোলনরত কৃষকদের সাথে সাক্ষাৎ করতে যান, সেখানে ভাষণে তিনি এই আন্দোলনকে আরও মজবুত করার বার্তা দেন। তিনি বলেন, সরকার নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকদের বিনিষ্ট করার ষড়যন্ত্র করছে। যা রুখতে ও নিজেদের জমি বাঁচাতে প্রত্যেক কৃষককে ঘর ছেড়ে আন্দোলনে সামিল হওয়ার কথা বলেন।
তার দাবি, মাঠে কৃষকদের যা কিছু উৎপাদিত হয়, তা কিনতে হবে সরকারকেই। নয়া কৃষি আইনের মাধ্যমে সরকার সাপ্তাহিক বাজার বন্ধ করতে চাইছে। তা চলে যেতে চলেছে বিদেশী সংস্থার হাতে।
তবে এদিন তিনি নির্বাচনের দোরগোড়ায় উপস্থিত হওয়া বাংলাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, দেশজুড়ে হয়ে চলা কৃষক আন্দোলন বৃহত্তর রূপ নিতে চলেছে বাংলায়। এমনকি ১৩ মার্চ তিনি কলকাতার আসার কথাও জানান। তিনি এখানে এসে কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে খবর।
বুধবার কৃষক ইউনিয়নের তরফে ২৬ মার্চ ‘ভারত বন্ধ’ ঘোষণা করা হয়েছে। যা থেকে দেশজুড়ে আন্দোলনরত কৃষকরাও যে নিজেদের দাবিতে অনড় তার ইঙ্গিত মিলছে।