বাংলাহান্ট ডেস্ক : আজকালকার বাজারে বাড়ি-গাড়ি ভাড়া নেওয়া কোনো ব্যাপার নয়। এমনকি গহনা থেকে শুরু করে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, ভাড়ায় মেলে অনেক কিছুই। তবে কখনো শুনেছেন যে এক রাতের জন্য ভাড়া দেওয়া হয় গোটা একটা দেশ (Courtry)? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি দেশ রয়েছে যেটি ভাড়া নেওয়া যেতে পারে এক রাতের জন্য।
ভাড়ায় পাওয়া যায় এই দেশটি (Country)
ইউরোপ (Europe) মহাদেশের ছোট্ট একটি দেশ (Country) লিকটানস্টাইন (Liechtenstein)। দেশটিকে ঘিরে রয়েছে স্যুইৎজারল্যান্ড এবং অস্ট্রিয়া। ২০১১ সাল পর্যন্ত অর্থের বিনিময়ে এক রাতের জন্য ভাড়া নেওয়া যেতে পারত গোটা দেশটি। বড় কোনো কটেজ বা আইল্যান্ড নয়, টাকার বিনিময়ে এক রাতের জন্য ভাড়া নিতে পারা যেত গোটা লিকটানস্টাইন।
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে গোটা একটা দেশ (Country) ভাড়া নেওয়ার জন্য কত টাকা খরচ হয়? এক্ষেত্রে বলে রাখা ভালো, এক রাতের জন্য গোটা দেশটি ভাড়া নেওয়ার খরচ প্রায় ৭০ হাজার ডলার। এই পরিষেবা দেওয়া হয় একটি মার্কেটিং এবং প্রোডাকশন কোম্পানির যৌথ উদ্যোগে।
আরোও পড়ুন : সর্বনাশ! ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির, নিউ ইয়র্ক আদালত দিল বড় নির্দেশ
দেশের প্রচারমূলক কর্মসূচির অংশ হিসেবে এমন দেশ ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয় সরকারের তরফে। দেশটি যারা এক রাতের জন্য ভাড়া নেবে তাদের অনুষ্ঠানের বিভিন্ন তথ্য শহরের সাইনবোর্ড ও হোর্ডিংয়ের মাধ্যমে প্রতিফলিত করা হয়।
View this post on Instagram
এছাড়াও অতিথিরা এসে ঘুরে দেখতে পারেন বিভিন্ন ঐতিহাসিক স্থান। তবে সব থেকে মজার ঘটনা হল, এই দেশ যিনি ভাড়া নেন তাকে দেশটির রাজা নিজে এসে তুলে দেন চাবি। অবসর যাপনের অংশ হিসাবে অতিথিরা উপভোগ করতে পারেন প্রাইভেট ইভেন্ট এবং আল্পসের আতশবাজির রোশনাই।