চার হাত এক করে দিল করোনা, আইসোলেশনে প্রেম করে বিয়ে করল যুবক-যুবতী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ( corona)  আইসোলেশন ওয়ার্ড ( isolation ward)  , যেখানে ক্রমাগত তাড়া করে মৃত্যু ভয় সেখানেই মনের মানুষ খুঁজে পেলেন তরুন তরুনী। বাংলাদেশের ( Banglades)   জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এই ঘটনা করোনা অতিমারির মাঝেও মন ভাল করে দেয়।

করোনা আক্রান্ত হয়ে ঐ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তরুন তরুনী। স্বাস্থ্যকর্মীদের নিষেধ উপেক্ষা করেই তাদের নিজ নিজ তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। সেই পরিচয় পরিনতি পায় প্রেমে।

মারন ভাইরাসের সাথে যুদ্ধ করতে করতেই তারা বুঝতে পারেন তারা জীবন সঙ্গী পেয়ে গিয়েছেন৷ করোনা মুক্ত হয়ে ঐ আইসোলেশন ওয়ার্ড থেকে তাদের ছেড়ে দেওয়া হলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এরপরের পরিবারের সম্মতিতে তাদের ঘরোয়া ভাবে বিয়ে সম্পন্ন হয়। জীবনের অন্যতম সব চেয়ে ভয়ংকর যুদ্ধ লড়তে লড়তেই তারা পেয়েছেন নিজেদের পথ চলার মানুষ৷ এই খবর সত্যি মন ভাল করে দেয়।

সম্পর্কিত খবর

X