শিশুর সামনে বউ-বরের চুমু,তারপর শিশুটিকে কি করল,দেখুন গানের ভিডিওতে

বাংলাহান্ট ডেস্ক: দুপাশে চুম্বনরত যুগল, মাঝে ছোট্ট শিশু। শিশুকে মাঝখানে রেখেই চুম্বনে ব্যস্ত হয়ে পড়লেন স্বামী-স্ত্রী। শিশুটিও বেচারা কী করে। একবার বাবার দিকে, একবার মায়ের দিকে দেখেই চলেছে। কিন্তু বাবা-মায়ের তো সেদিকে হুঁশই নেই। একে অপরের প্রেমেই মশগুল তাঁরা। অবশেষে নজর পড়েছে পরিবারের ছোট্ট সদস্যের দিকে। কিন্তু এভাবে প্রেমে ব্যঘাত ঘটায় কী বিরক্ত হলেন দুজনে? নাহ একেবারেই নয়। এবার শিশুর গালে পালা করে চুমু খেতে থাকেন স্বামী-স্ত্রী। খুদেও যে খুব খুশি বাবা মায়ের আদর পেয়ে সে আর বলার অপেক্ষা রাখে না।

https://www.facebook.com/myunsatisfiedsoul/videos/2255205828103002/

সম্প্রতি এই মিষ্টি ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছে এই ভিডিয়ো। আর ভাইরাল হবে নাই বা কেন! মিষ্টি বাচ্চাটির অমন সরল অভিব্যক্তি দেখে কী কেউ না ভুলে থাকতে পারে?

তবে ভিডিয়োর নেপথ্যে আরও একটি বার্তা রয়েছে। এখন নেটের দৌলতে অনেক বাবা মা-ই একে অপরকে সঙ্গ দেওয়া তো দূর, নিজের সন্তানেরও খেয়াল রাখার সময় পান না। তাঁদের জন্য এই ভিডিয়ো যথেষ্ট শিক্ষনীয়।

সারাদিনের ব্যস্ততার মধ্যেও কিছু সময় তো অন্তত পরিবারের জন্য বাঁচিয়ে রাখাই যায়। তবে সেই সময়ে শুধু একে অপরের মধ্যে মশগুল হয়ে থাকলে চলবে না। সঙ্গ দিতে হবে পরিবারের খুদে সদস্যদেরও। সেই শিক্ষাই দেয় এই ভিডিয়ো।

 

Niranjana Nag

সম্পর্কিত খবর