PM মোদীকে নিয়ে আপত্তিজনক শব্দ বলে ফেঁসে গেলেন রাহুল গান্ধী, লাগাতে হবে আদালতের চক্কর

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য উত্তরপ্রদেশ থেকে খারাপ খবর সামনে আসছে। অযোধ্যা জেলার এডিজে- প্রথম আদালত রাফেল নিয়ে উনার উপর নোটিস জারি করেছে। রাহুলকে গান্ধীকে ২৬ শে মার্চ নিজের পক্ষের হয়ে মতামত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ উকিল মুরলিধর চতুর্বেদীর দায়ের পিটিশনের ভিত্তিতে করা হয়েছে।

যেখানে উকিল মুরলিধর চতুর্বেদী অভিযোগ তুলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুল গান্ধী অপত্তিজনক শব্দ ব্যবহার করেছিলেন। আসলে কিছু মাস আগে রাহুল গান্ধী রাফেল নিয়ে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর মুখর ছিলেন। রাফেল বিমানের ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা। সেই সময় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চৌকিদার চোর বলে আক্রমন করেছিলেন।

rahul gandhi sad full

প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তিত্বের উপর এমন শব্দ ব্যবহার নিয়ে অনেকেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে রাফেল ইস্যুতে রাহুল গান্ধীকে এই প্রথম কোর্টের চক্কর কাটতে হবে এমনটা নয়, এর আগে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ক্ষমা চেয়েছেন। সেখানে রাহুল লিখেছিলেন যে তিনি জেনে বুঝে এমনটা বলেননি তাই উনি ক্ষমা চেয়ে নিচ্ছেন।

রাহুল গান্ধী এক ভাষণে এও বলেছিলেন যে এবার তো সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে চৌকিদার চোর। এই বক্তব্যকে কেন্দ্র করে রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। যারপর সুপ্রিম কোর্ট কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। এখন দেখার বিষয় যে অযোধ্যার আদালত এই ইস্যুতে কি প্রতিক্রিয়া দেয়।


সম্পর্কিত খবর