বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ পাঁচ মাস ধরে আরজিকর কাণ্ডে (RG Kar Case) তোলপাড় গোটা বাংলা। এরই মধ্যে রাজ্যে ঘটে গিয়েছে একাধিক ধর্ষণ (Rape Case)-হত্যাকাণ্ড। এই তালিকা থেকে বাদ যায়নি নিরীহ শিশুরাও। ১৮ ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল আরজিকর কাণ্ডের রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। এই আবহে হুগলির গুড়াপের এক ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত প্রতিবেশীকে ফাঁসির সাজা দিল চুঁচুড়ার পকসো আদালত।
গুড়াপের শিশুকন্যাকে ধর্ষণ (Rape Case)-খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল আদালত
নারকীয় এই ঘটনার ৫৫ দিনের মাথায় এই সাজা ঘোষণা করল আদালত। এই মামলায় গত ১৫ জানুয়ারি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। এরপর আজই তার সাজা ঘোষণা করা হল।
ঠিক কি হয়েছিল? গত বছরের ২৪ নভেম্বর হুগলির গুড়াপের এই শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape Case) করে খুনের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। মেয়েটির বাবা তখন সবে বাজার থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। তারপরেই প্রতিবেশীর বাড়ি থেকে একরত্তি মেয়ের রক্তাক্ত-অচৈতন্য দেহ উদ্ধার করেন। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ।
আরও পড়ুন: ‘কঠোরতম শাস্তি চাই..,’ RG Kar ঘটনার রায় ঘোষণার আগেই ফুঁসে উঠলেন ফিরহাদ
আশঙ্কাজনক অবস্থায় শিশুকন্যাকে উদ্ধার করে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করতেই একাধিক ধারায় মামলা রুজু করে আটক করা হয় প্রতিবেশী ব্যক্তিকে। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তর দ্রুত শাস্তির দাবিতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপির নেতৃত্বে গঠন করা হয় বিশেষ দল। এরপর ২৬ নভেম্বর ঘটনাস্থলে আসেন রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। ১৩ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। এই মামলায় মোট ২৭ জন সাক্ষী দিয়েছেন।
প্রসঙ্গত এর আগে গত বছরের ডিসেম্বর মাসেই নাবালিকাকে ধর্ষণ (Rape Case)-খুনের ঘটনায় মুর্শিদাবাদের ফারাক্কায় একজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও তার আগে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় দোষীকে ফাঁসির শাস্তি দিয়েছিল আদালত। আর এবার আগামীকাল আরজিকর কান্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার দিকেই তাকিয়ে গোটা রাজ্য।