আদালতে মুখ পুড়লো সিবিআইয়ের! সুবীরেশকে হেফাজতে পাবে না সংস্থা, ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ আদালতে বড় ধাক্কা খেলো সিবিআই (CBI)! দীর্ঘক্ষণ শুনানি শেষে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। এদিন তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল সিবিআই। তবে শেষ পর্যন্ত আদালতে তাদের সেই আবেদন গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীতে এক সপ্তাহ ধরে হেফাজতে রাকলেও এর মাঝে একদিনও তাঁকে জেরা করা হয়নি বলে অভিযোগ।

কি কারণে উঠলো এহেন অভিযোগ? গত ২০ শে সেপ্টেম্বর গ্রেফতার করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। এরপর সিবিআইয়ের উদ্দেশ্যে আদালত জানায় যে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর আইনজীবীকে অন্তত ১ ঘন্টার জন্য ডেকে পাঠাতে হবে।

তবে এদিন আদালতে সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবীর তরফ থেকে অভিযোগ করা হয়, “২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে আমাকে ডেকে পাঠানো হয়নি। যদি জেরা করা হয়ে থাকে, তবে কি আদালতের নির্দেশ মানা হয়নি?” পরবর্তীতে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয় যে, সুবীরেশ ভট্টাচার্য তদন্তে কোনরকম সহযোগিতার পথে হাঁটছেন না! এক্ষেত্রে প্রশ্ন উঠে যায়, যদি অভিযুক্তকে একবারও জেরা করা না হয়ে থাকে, তবে সহযোগিতা না করার প্রশ্ন উঠছে কিভাবে?

cbi 4 1

উল্লেখ্য, এদিন দুই পক্ষের দাবি দাওয়া শোনার পর আদালতের পক্ষ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ না করার বিষয়টি নিয়ে সিবিআইকে প্রশ্ন করা হয়। অথচ এক্ষেত্রে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি তদন্তকারী সংস্থা। আদালত সূত্রে খবর, এরপরই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে সিবিআই হেফাজতের পরিবর্তে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর