বাংলা হান্ট ডেস্ক: সারদা কাণ্ডে জেল খাটতে হয়েছিল মদন মিত্র কে। এরপর আবার রোজভ্যালি কাণ্ডেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। এইসবের মাঝখানেই ফের ভাগ্য সাথ দিল না মদন মিত্রের। ফের পিছিয়ে গেল তাঁর বিদেশ যাওয়ার মামলার রায়। গত ৬ জুলাই এ নিয়ে বারাসাতের বিশেষ আদালতে শুনানী হয়।
সিবিআই, মদন মিত্রের প্রভাবশালী ব্যক্তি হিসাবে বিদেশ সফরের আবেদনের আপত্তি প্রকাশ করে, সেই শুনানির পর এই কেসের রায়দানের কথা ছিল সোমবার। কিন্তু বিশেষ আদালতে বদল হয় বিচারকের, নতুন বিচারক সঞ্জীব দারুকা আজ এই রায় দান ফের পিছিয়ে দেন।
জানা গেছে, পয়লা অগাস্ট তথা পরবর্তী সারদা মামলার শুনানি দিন ঠিক হবে যে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী বিদেশে কি আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারবেন? নাকি তাকে দেশেই থাকতে হবে বিভিন্ন মামলা ও কেলেঙ্কারির ঘেরাটোপে!