নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়! ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বিরাট নির্দেশ দিয়ে দিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ আদালতের এক সিদ্ধান্তে এবার নতুন মোড় নিতে চলেছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। শুরু থেকেই এই মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীদের। সাধারণ মানুষের থেকে মোটা টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে বিগত দু’বছরের বেশি সময় ধরে জেলের মধ্যেই সাজা ভোগ করছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই নিয়োগ মামলার অন্যতম আরও একজন অভিযুক্ত হলেন ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।

‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিরাট শর্ত

শুরু থেকেই আদালতের বিশেষ নজরে রয়েছে কাকু (Kalighater Kaku)। গত বছরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু তারপরেই আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর মামলায় জেল হেফাজত হয় তার। সিবিআই-এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।

আদালত তার (Kalighater Kaku) নিয়মিত মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। গত সোমবার মামলার চার্জ গঠনের সময় কাকুকে আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল। ওই একইদিনে কালীঘাটের কাকু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নিয়োগ মামলায় চার্জ গঠন করা হয়েছিল। এই তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর স্ত্রী-পু্ত্ররাও। এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় যে ২৬ টি সংস্থার নাম জড়িয়েছে এদিন তাদের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের টাইট ডেডলাইন! ১০ মাসেও নিয়োগ হল না প্রাথমিকে, রুল জারি করলেন জাস্টিস মান্থা

শিক্ষক  নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে বিশেষ আদালত। বিচারক জানিয়েছেন আগামী ২১ জানুয়ারি তাকে আদালতে পেশ করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন তদন্তকারীরা। যদিও একইসাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন একমাত্র সুজয়কৃষ্ণ ভদ্র যদি অনুমতি দেন তাহলেই তার কণ্ঠস্বরের নমুনা নিতে পারবে সিবিআই। অর্থাৎ কাকুর অনুমতি ছাড়া তার কন্ঠস্বরের নমুনা নিতে পারবে না সিবিআই। আগেও একবার তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। তাই  এবার সিবিআইকে অনুমতি দেওয়া হলেও বেঁধে দেওয়া হয়েছে শর্ত।

Kalighater Kaku

অন্যদিকে এই নিয়োগ মামলার অন্যতম মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে এবার বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। আগেই এই নিয়োগ মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সেই যুক্তি দিয়েই আদালতের কাছে বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। বিচারক তার সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছেন, যখন দরকার হবে তখন কল্যাণবাবুর বিদেশ যাওয়ায় কোন বাধা থাকবে না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর