টাইমলাইনখেলাক্রিকেট

কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রাক্তন স্ত্রী! কোর্টের রায় কিছুটা স্বস্তিতে শিখর ধাওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিপাকে পড়েছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তার অবশিষ্ট ক্রিকেট কেরিয়ার খতম করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন তারই প্রাক্তন স্ত্রী। এই অভিযোগ জানিয়ে সম্প্রতি আদালতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। শেষপর্যন্ত দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের মন্তব্যে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন ভারতীয়
ওপেনার। আদালতের তরফ থেকে সরাসরি ঘোষণা করা হয়েছে যে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে কোনওরকম আগ্রাসী বা অসন্তোষজনক মন্তব্য কোর্টের বাইরে করতে পারবেন না আয়েশা।

crockex

কোর্টের বক্তব্য অনুযায়ী নিজের পার্সোনাল চ্যাট বা সোশ্যাল মিডিয়া পোস্ট, কোনও জায়গাতেই ধাওয়ানের বিরুদ্ধে কোনওরকম বক্তব্য রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে আয়েশার। ২০১২ সালে তার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটের। তাদের বিবাহের পর একটি পুত্রসন্তানও হয়। আয়েশার আগের দুই কন্যকেও দত্তক নিয়েছিলেন ধাওয়ান। কিন্তু মাঝে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং গত বছর তাঁদের বিবাহ-বিচ্ছেদ ঘটে.

Shikhar Dhawan,Shikhar Dhawan wife,Ayesha,Team India,Dhawan Divorce,Patiala House Court

ধাওয়ানের সঙ্গে বিচ্ছেদের পর তিন সন্তানকে নিয়ে আপাতত অস্ট্রেলিয়াতেই রয়েছেন আয়েশা। সেখান থেকে দুজনের পরিচিত অনেককে ধাওয়ানের কেরিয়ার শেষ করে দেওয়ার কথা বলেছেন বলে অভিযোগ তুলেছেন তারকা ক্রিকেটার। তিনি নাকি মেলবোর্নে যথাযথ খোরপোশ পাঠাচ্ছেন না এমন অভিযোগও পরিচিতদের কাছে ধাওয়ানের নামে তুলেছেন তিনি। এমনকি আইপিএলে তাঁর পুরোনো দল দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরাজ মলহোত্রাকে বিরক্ত করেছেন আয়েশা।

কিন্তু বিচারক সাফ জানিয়ে দেন, শিখরের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রীর যদি সত্যিই কোনওরকম অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা আদালতের কাছে এসে উল্লেখ করতে হবে। যতদিন এই মামলা চলবে, ততদিন প্রকাশ্যে তাকে নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না আয়েষা। এমনকি ব্যক্তিগত স্তরেও এই ব্যাপারে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে তাকে।

শিখর ধাওয়ান গত বছরের শেষ দিকে বাংলাদেশ সিরিজের ওডিআই দলেও ছিলেন। কিন্তু সেখানে তার পারফরম‍্যান্স খুব একটা উন্নতমানের ছিল না। এরপর নতুন বছরে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য তার নাম আর বিবেচনা করা হয়নি। রোহিত শর্মা এবং শুভমান গিলকে আপাতত ভারতের নিয়মিত ওপেনারের ভূমিকায় ওডিআই বিশ্বকাপের বছরে।

 

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker