বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) বুলঢানায় (Buldana) ১ বছর আগে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল। বৃহস্পতিবার এই মামলায় দুই অভিযুক্তকে ফাঁসির সাজা শোনানো হয়। বুলঢানার জেলা আদালত এই সাজা শোনায়। আদালতের নির্দেশের পর চিখলি পুলিশ স্টেশনের কর্মীরা গোটা থানাকে নববধূর মতো সাজিয়ে তোলে আর বাজিও ফাটায়।
উল্লেখ্য, চিখলি শহরে ২৬ এপ্রিল ২০১৯ এর রাতে দুই যুবক ৯ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে। নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শহরের একটি নির্জন এলাকায় এই অমানবিক কাণ্ড ঘটায়। নিগৃহীতর অভিযোগে অভিযুক্ত সাগর বিশ্বনাথ বোরকর আর নিখিল শিবাজী গোলাইনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়।
এই জঘন্য অপরাধের পর গোটা জেলার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিলেন। চিখলি শহরের নাগরিকরা দোষীদের গ্রেফতার করা আর তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য মিছিলও করেছিল এবং একদিনের বন্ধও ডেকেছিল। এই জঘন্য অপরাধের মামলায় বৃহস্পতিবার হওয়ার শেষ শুনানিতে দুই দোষীকে ফাঁসির সাজা শোনানো হয়। আদালতের বাইরে শেষ শুনানির দিন কড়া শুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল।
এই নরকিয় ঘটনার পর যেই মহিলাকর্মী ওই নাবালিকার মেডিকেল রিপোর্ট করিয়েছিলেন, তিনি জানান ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য ঔরঙ্গাবাদে দুটি বড় অপারেশনও করানো হয়েছে। মহিলা পুলিশকর্মী বলেন, আমি প্রার্থনা করছি এরকম নরকিয় ঘটনা যেন দেশের আর কোন মেয়ের সাথেই না হয়।