’১১ বছর পর আচমকা কেন?’ সারদা মামলায় ED-কে ভর্ৎসনা আদালতের, কী এমন হল?

বাংলা হান্ট ডেস্কঃ সারদা মামলায় শুক্রবার চার্জশিট জমা দিয়েছে ইডি (Enforcement Directorate)। এদিন ৬৫ পাতার চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিট দেখেই ED আধিকারিক এবং আইনজীবীদের তুমুল ভর্ৎসনা করে আদালত। ১১ বছর পর আচমকা কেন এই চার্জশিট দিচ্ছেন? প্রশ্ন করে আদালত।

সারদা মামলায় ইডি-র (Enforcement Directorate) চার্জশিটে ‘হেভিওয়েটে’র নাম

এদিন ED-র তরফ থেকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেখানে নাম রয়েছে পি চিদাম্বরমের স্ত্রী নলিনীর (Nalini Chidambaram)। এই মামলার প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেনের থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। চার্জশিটের পাশাপাশি ১১০০ পাতার নথিও জমা দেওয়া হয়েছে আদালতে।

   

সারদা মামলা (Saradha Scam Case) এদিন চার্জশিট জমা দেওয়ার পরেই ইডি-র (Enforecement Directorate) তদন্তকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সরাসরি জিজ্ঞেস করে, ’১১ বছর পর আচমকা কেন এই চার্জশিট দিচ্ছেন? এতদিন কী করছিলেন? আপনি এমন একজনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন যিনি পেশাগত দিক থেকে ট্যাক্স কনসালট্যান্ট। ক্লায়েন্টের থেকে পারিশ্রমিক নিয়ে থাকতে পারেন। উনি কীভাবে এই মামলার সঙ্গে যুক্ত? আমায় সেটা দেখান’।

আরও পড়ুনঃ জটিলতা অতীত, অবশেষে শপথ নিলেন রেয়াত-সায়ন্তিকা! শপথবাক্য পাঠ করালেন কে?

আদালত বলে, কোনও আইনজীবী যদি কারোর হয়ে মামলা লড়েন, তাহলে কি তিনি সুবিধাভোগী হয়ে যান? আদালত স্পষ্ট বলেন, ‘আপনার ভূমিকা ঠিক নয় মনে হচ্ছে। এখন আমি কগনিজেন্স নেব না। আগে দেখবো। আমায় তথ্য দিয়ে সন্তুষ্ট করুন। এরপর কগনিজেন্স নেব। দরকার হলে ওনাকে নোটিশ দিয়ে ডাকব’।

উল্লেখ্য, ED-র তরফ থেকে নলিনীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আনা হলেও তিনি আগে বলেছিলেন, আইনজীবী হিসেব কনসালটেন্সির পারিশ্রমিক হিসেবে ওই টাকা নিয়েছিলেন তিনি। যদিও চিদম্বরম-পত্নীর উত্তরে সন্তুষ্ট ছিলেন না তদন্তকারীরা। ED সূত্রে খবর, ওই টাকা মোটেই একজন আইনজীবী হিসেবে নলিনী নেননি। বরং ‘প্রোটেকশন মানি’ হিসেবে নিয়েছিলেন।

Enforcement Directorate ED

তদন্তকারীদের দাবি, নলিনী যে সময় টাকা নিয়েছিলেন (২০১১-১২ সাল নাগাদ), সেই সময় তাঁর স্বামী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। একজন মন্ত্রীর স্ত্রী হিসেবেই সেই টাকা নেন নলিনী। একটি সংবাদমাধ্যমের এডিটরের সূত্রে সুদীপ্তর সঙ্গে চিদম্বরম-পত্নীর আলাপ হয় বলে ED সূত্রে খবর। ২০১২ সালে ওই সংবাদমাধ্যমের সঙ্গে সারদার ৪২ কোটি টাকার চুক্তিও হয়েছিল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর