বাংলাহান্ট ডেস্কঃ অনুষ্ঠান শেষেই সৌজন্য সাক্ষাৎকার। মঞ্চের পিছনে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) আর দিব্যেন্দু অধিকারীর (dibyendu adhikari) মধ্যে। হলদিয়ায় অনুষ্ঠান শেষে মুখোমুখী কথা বললেন প্রধানমন্ত্রী মোদী আর শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূলে রয়েছেন। কিন্তু তাতে কি, প্রধানমন্ত্রীকে নমস্কার জানিয়ে সৌজন্য সাক্ষাৎকার হল দুজনের মধ্যে।
হলদিয়ায় জনসভায় এসে সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর তাদের সঙ্গে কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে তোমাদের দেখে খুব ভালো লাগছে। ভালো করে কাজ করো, সব ঠিকঠাক হয়ে যাবে। আমার কাছে সব খবরই আসে। বাংলা তোমাদের হবে- এই লক্ষ্য নিয়েই কাজ কর’।
পাশাপাশি হলদিয়ায় অগণিত মানুষের ঢল দেখে প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, যাবার আগে শুভেন্দু অধিকারীকে তিনি বলে গেছেন, ‘ভালো করে কাজ কর তোমরা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখানে এত মানুষ দেখেও খুব ভালো লাগেছে’।
অনুষ্ঠান শেষে মঞ্চের পেছনে দাঁড়িয়ে বিভিন্ন জনের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা দিব্যেন্দু অধিকারীর দিকে চোখ যেতেই তাঁকে ইঙ্গিতের মাধ্যমে তাঁর কাছে ডাকেন মোদী জি। প্রধানমন্ত্রীর কাছে যেতেই তাঁকে নমস্কার জানান দিব্যেন্দু অধিকারী। অভিবাদনে তাঁর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী।
দুজনের মধ্যে কথা প্রসঙ্গে জানা গিয়েছে, দিব্যেন্দু অধিকারীকে প্রথমেই প্রধানমন্ত্রী বলেছেন- ‘খেয়াল রাখ না শিশির বাবু কা’। তারপর তিনি বলেন, ‘আমি তোমার সম্পর্কে জানি। মন দিয়ে কাজ কর। কখনও দিল্লী এলে, তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে’।