করোনা আক্রান্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) আক্রান্ত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী (sujan chakraborty)। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও ফিরছে গতবছরের সেই ভয়াবহ স্মৃতি। চারিদিকে আবারও আতঙ্ক ছড়িয়েছে। প্রতিদিনই করোনা সংক্রমণের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।

বাংলায় এই পরিস্থিতিতে নির্বাচনী মরশুম হওয়ায় চারিদিকে আক্রান্ত হচ্ছেন বহু প্রার্থীরাও। ইতিমধ্যেই সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠার আগেই নির্বাচনী প্রচারে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।

sujan chakraborty 669x350 1

এরই মধ্যে বুধবার ভোর রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে যাদবপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর। গতকাল চেস্টের সিটি স্ক্যান করার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তিও করা হয়েছিল। তারপরই আজ তাঁর পজেটিভ রিপোর্ট আসে। তবে মৃদু উপসর্গ থাকায়, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।


Smita Hari

সম্পর্কিত খবর