বাংলাহান্ট ডেস্ক: শেষ হয়েও হচ্ছে না শেষ। ভারতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Coronavirus)। গত প্রায় পাঁচ মাসের মধ্যে ভারতে একদিনে সর্বচ্চ কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে। গত ১৪০ দিনে নতুন করে ১৩০০টি কেস নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, গত ২২ মার্চ ভারতে করোনায় নতুন করে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। দিল্লি, গুজরাট, ছত্তিশগঢ়, মহারাষ্ট্র এবং কেরল মিলিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে করোনা থেকে। এর ফলে ভারতে করোনার জেরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৩০ হাজার ৮১৩।
পাশাপাশি, দেশে ১১৩৪টি নতুন করোনা কেস দেখা গিয়েছে। এর জেরে ভারতে কোভিড-১৯’এর অ্যাক্টিভ কেস বেড়ে দাঁড়াল ৭০২৬-এ। এর মধ্যে কিছুদিন আগে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে ইজরায়েলে। এর জেরে চিকিৎসকদের উদ্বেগ আরও বেড়েছে। ইতিমধ্যেই সেখানে করোনার এই নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে ২ জন। এর জেরে বিশ্বের করোনা পরিস্থিতি নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে।
সমীক্ষা অনুযায়ী, এক্সবিবি ১.১৬ নামক ওই ভেরিয়েন্ট ভারতেও এসে পৌঁছেছে। দেশে পাঁচজন নতুন করে করোনা আক্রান্ত হয়ে পড়ায় এক দিনে কেসের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। একইসঙ্গে অ্যাক্টিভ কেসের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮৯-এ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বকে ফের যাতে দু’বছর আগের পরিস্থিতিতে পড়তে না হয়, সেই কারণে যথেষ্ট তৎপর হয়ে গিয়েছে ইজরায়েল। যে দু’জন আক্রান্ত হয়েছেন, তাঁদের হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে।
ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে খবর, এক দম্পতি বিদেশ ভ্রমণ সেরে ইজরায়েলে ফিরে আসেন। তারপরেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করা হলেই ধরা পড়ে করোনা। জানা যায়, তাঁদের শরীরে রয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট। বিমানবন্দর থেকেই তড়িঘড়ি ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনার এই নতুন ভেরিয়েন্ট বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২’র সংমিশ্রণ।
তবে এখনও অবধি নতুন এই ভেরিয়েন্টের ফলে তেমন মারাত্মক কোনও ক্ষতি হয়নি। ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্ত দম্পতির জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথার মতো উপসর্গ রয়েছে। এই ভেরিয়েন্টটি কতটা সংক্রামক, তা খুব একটা স্পষ্ট নয়। কিন্তু কোনও রকম আপোষ করতে নারাজ ইজরায়েল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিশেষ বৈঠক করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। পুনরায় মাস্ক ব্যবহার চালু করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীকে টিকার ৩টি ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।