আক্রান্তদের থেকে সুস্থতার সংখ্যা বেশি, ধীরে ধীরে সেরে উঠছে বাংলা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা নিয়ে স্বস্তির খবর রাজ্যে। কিছুটা হলেও আশা দেখছে রাজ্যবাসী, কারণ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্তদের থেকে সুস্থতার সংখ্যা বেশি। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জারি করা হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ১৮ হাজার ৮৬৩ জন মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০২ জন করোনা রোগী। গোটা রাজ্যে ৭০ হাজার ১৯ জনের করোনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

তবে দৈনিক সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। এরাজ্যে এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক মৃতের সংখ্যা ছিল ১৬২। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৪ জন। মৃতের সংখ্যা না কমায় অস্বস্তিতে চিকিৎসক মহল। আরেদকিকে, উত্তর ২৪ পরগনা জেলায় আগের তুলনায় কিছুটা হলেও সংক্রমণ কমেছেন। কলকাতায় একদিনে ৩ হাজার ২৮০ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪১ জনের।

রাজ্যে এখনও পর্যন্ত ১২ লক্ষ ৪৮ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১১ লক্ষ ২ হাজার ৭৭২ জন এই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছে। গোটা রাজ্যের ১৪ হাজার ২০৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। আরেকদিকে, গোটা ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। গোটা দেশে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর