বাংলা হান্ট ডেস্কঃ করোনার ভাইরাসের মহামারীর (Coronavirus Pandemic) বিরুদ্ধে যুদ্ধে গোটা দেশে লকডাউন (Lockdown) জারি আছে। আর এই লকডাউনের মধ্যে নাগাল্যান্ড পেট্রোল আর ডিজেলে (Petrol And Diesel Price) কোভিড-১৯ সেস লাগিয়েছে।
নাগাল্যান্ড পেট্রোলে ৬ টাকা প্রতি লিটার আর ডিজেলে ৫ টাকা প্রতি লিটার সেস বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত ২৮ এপ্রিল মধ্যরাত থেকে লাগু হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, এর আগে অসমেও পেট্রোলে ৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৫ টাকা প্রতি লিটার সেস বৃদ্ধি করা হয়েছিল।
নাগাল্যান্ড ট্যাক্সেশন আইন ১৯৬৭ এর কিছু ক্ষমতার ব্যবহার করে রাজ্যপাল এই আদেশ জারি করেছে। এই আদেশ অনুযায়ী, বর্তমান ট্যাক্স ছাড়াও আলাদা করে কোভিড-১৯ সেস লাগানো হবে। অতিরিক্ত মুখ্য সচিব এই তথ্য জানিয়েছেন।
অসম সম্প্রতি পেট্রোল আর ডিজেলে ৬ টাকা এবং ৫ টাকা করে ট্যাক্স বৃদ্ধি করেছে। এছাড়াও মেঘালয় রাজস্বের ঘাটতির কারণে ২ শতাংশ কর আলাদা করে বসিয়েছে পেট্রোল ডিজেলে।