বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনায় আক্রান্তদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের তাজা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার ৬ হাজার ৭৬৭ টি নতুন মামলা সামনে এসেছে। করোনার নতুন আক্রান্তদের মামলা সামনে আসার পর দেশে করোনার আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে গোটা দেশে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে এখনো পর্যন্ত ৩ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। দেশে সক্রিয় করোনার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৩ হাজার ৫৬০ হয়ে গেছে। আর ৫৪ হাজার ৪৪০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এখনো পর্যন্ত দেশে ৩ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সবথেকে বেশি ১ হাজার ৫৭৭ জনের মৃত্যু শুধু মহারাষ্ট্রেই হয়েছে। করোনায় ৮২৯ জনের মৃত্যু হয়েছে গুজরাটে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৮১। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে এখনো পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। রাজস্থানে ২৩১ জনের মৃত্যু হয়েছে এই মার্ক ভাইরাসে। এছাড়া রাজস্থান, উত্তর প্রদেশ, তামিলনাড়ু আর অন্ধ্র প্রদেশে মৃতের সংখ্যা ১৬০, ১৫৫, ১০৩ আর ৫৬।
করোনার কারণে তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। কর্ণাটকে ৪১, পাঞ্জাবে ৩৯। জম্মু কাশ্মীরে এখনো পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে এই মার্ক ভাইরাসে। হরিয়ানায় ১৬, বিহারে ১১, উড়িষ্যায় ৭, কেরল আর অসমে চার জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড, চণ্ডীগড় আর হিমাচল প্রদেশে তিনজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।