বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে (India) করোনার ভাইরাসের মামলা বিগত কয়েকদিন ধরে বেড়েই চলেছে। এখনো পর্যন্ত দেশে করোনার মোট ৫৬ হাজার ৩৪২ টি মামলা সামনে এসেছে। এর সাথে সাথে দেশে এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৬ জনের। যদিও স্বস্তির খবর হল, দেশে ৩ জন রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে উঠছেন।
In the last 24 hours, there were 3390 new COVID19 positive cases and 1273 recoveries. The recovery percentage is now 29.36%. Till now, 16,540 patients have been cured and 37,916 patients are under active medical supervision: Lav Agrawal, Jt Secy, Health Ministry pic.twitter.com/Qp0ZVUEzAN
— ANI (@ANI) May 8, 2020
এখনো পর্যন্ত দেশে ১৬ হাজার ৫৪০ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। আর সুস্থ হওয়ার দর বেড়ে ২৯.৩৬ শতাংশ হয়ে গেছে।
দেশে বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের মোট ৩ হাজার ৩৯০ টি মামলা সামনে এসেছে। আর ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এই সময়ে গোটা ভারতে ৩৭ হাজার ৯১৬ টি মামলা সক্রিয় আছে।
In 216 districts in the country no positive cases of COVID19 have been detected. In 42 districts no new cases have been detected in the last 28 days: Lav Agrawal, Joint Secy, Health Ministry
— ANI (@ANI) May 8, 2020
গোটা ভারতের ২১৬ জেলা থেকে কোন মামলা সামনে আসেনি। ৪২ জেলায় ২৮ দিনে করোনার সংক্রমণের কোন নতুন মামলা সামনে আসেনি। ২৯ জেলা এমন আছে, যেখানে ২১ দিন ধরে করোনার কোন নতুন মামলা সামনে আসেনি। আর ৪৬ টি জেলায় বিগত ৭ দিন ধরে কোন নতুন মামলা সামনে আসেনি।