বাংলা হান্ট ডেস্কঃ শাহিনবাগে (Shaheen Bagh) ধর্নায় অংশ নেওয়া এক ব্যাক্তির মধ্যে করোনা ভাইরাসের (Corona Virus) লক্ষণ পাওয়া গেছে। ওই ব্যাক্তি দুই মাস ধরে লাগাতার ধর্নায় অংশ নিয়েছিলেন। ওই ব্যাক্তি জাহাঙ্গীরপুরী এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ডাক্তাররা তাঁকে মেডিকেলের জন্য হাসপাতালে ভর্তি করেছে। যদিও এখনো পর্যন্ত সে করোনায় সংক্রমিত কি না জানা যায়নি। যদি ওই ব্যাক্তির মধ্যে করোনা পাওয়া যায়, তাহলে আশঙ্কা জাহির করা হচ্ছে যে, ওই প্রদর্শনে অংশ নেওয়া অনেকের মধ্যে করোনা ছড়িয়ে পড়বে।
করোনা ভাইরাসের প্রভাব শাহিনবাগের ধর্নায় দেখা যাচ্ছে। সেখানে প্রতিদিন ভিড় কমে যাচ্ছে। প্রদর্শনকারীদের মধ্যে এখনো পর্যন্ত দুজন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপর থেকে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায়ও এই নিয়ে মানুষ নানারকম কথা বলছেন। আর এরই মধ্যে কিছু আন্দোলনরত মহিলা জানিয়েছেন যে, তাঁরা কোন ভাবেই ধর্না তুলবেন না। জেলা প্রশাসনের আধিকারিকরা ধর্নায় থাকা আন্দোলনকারীদের বোঝাচ্ছেন যে, সেখানে থাকা মানে জীবন নিয়ে টানাটানি হতে পারে। করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় লাগাতার আন্দোলনকারীদের হাসপাতালে ভর্তি করানোর পর শাহিনবাগে আরও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শাহিনবাগ আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে জনতা কার্ফু পালন করবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছে। তাঁরা জানিয়েছে যে, রবিবারও শাহিনবাগে ধর্না জারি থাকবে। সিএএ রদ না করলে কোন ভাবেই শাহিনবাগের রাস্তা খুলে দেওয়া হবেনা। শাহিনবাগের প্রদর্শন ৯৮ দিন হয়ে গেছে। আর এই প্রদর্শনের কারণে দিল্লী – নয়ডা যাওয়া মানুষেরা বড় বিপদে পড়েছে।