ইউরো দেখতে গিয়ে করোনা আক্রান্ত ঋষভ পন্থ, পন্থকে বাদ দিয়েই ডারহাম উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় ক্রিকেটারদের কুড়ি দিনের ছুটি দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। আর এই ছুটিতে প্রত্যেক ক্রিকেটার নিজের মতো করে সময় কাটিয়েছেন। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, অনেকেই আবার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজেদের ব্যস্ত রেখেছিলেন।

তবে এই ছুটিতে ভারতীয় টেস্ট দলের উইকেট রক্ষক ঋষভ পন্থ ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ইউরোর স্টেডিয়াম থেকে বন্ধুদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন ঋষভ পন্থ। আর সেখান থেকে ঘটে যায় বিপদ।

743852 rishabh pant tests pti

বৃহস্পতিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় দলের দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একজন ঋষভ পন্থ। আর পন্থের করোনা আক্রান্তের কারণ হিসেবে অনেকেই দাবি করেছেন, ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েই ঋষভ পন্থ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন।

ap21064379748515 1 1615413825

করোনা আক্রান্ত হয়ে পড়ায় ভারতীয় দলের প্র্যাকটিস ম্যাচ থেকে সরাসরি বাদ দেওয়া হল ঋষভ পন্থকে। আগামী 20 ই জুলাই প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহাম যাবেন বিরাট কোহলীরা। পন্থকে ছাড়াই সেখানে যাওয়ার ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Udayan Biswas

সম্পর্কিত খবর