চিনে ‘কোভিড বিস্ফোরণ’! একদিনের আক্রান্ত সাড়ে ৩ কোটিরও বেশি! ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামোও

বাংলাহান্ট ডেস্ক : কোভিডের ঝড় চলছে চিন (China) জুড়ে। জিরো কোভিড নীতি শিথিল করার পর থেকেই ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ সামাল দিতে নাজেহাল অবস্থা জিনপিং সরকারের। কীভাবে সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যাবে, তা বুঝতেই পারছে না চিন। এদিকে, চিনা সরকারের তরফের একটি বুলেটিন নিয়ে শুরু হয়েছে শোরগোল। বুলেটিন অনুসারে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে একদিনে চিনে প্রায় সাড়ে তিন কোটির বেশি মানুষ কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান বিশ্বের সবচেয়ে বড় ‘করোনা বিস্ফোরণ’। এমনই মত চিকিৎসক মহলের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ অর্থাৎ ২০ কোটির বেশি মানুষ চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বৈঠকে এই পরিসংখ্যান প্রকাশ্যে আসে। চিনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশ এবং রাজধানী বেজিংয়ের অর্ধেকেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানা যাচ্ছে।

জানুয়ারী মাসের শেষের দিকে বেশিরভাগ শহরে কোভিড আক্রান্তের সংখ্যা শীর্ষে উঠবে বলেই জানাচ্ছে ডাটা কনসালটেন্সি মেট্রোডেটাটেকের প্রধান অর্থনীতিবিদ চেন কিং। তিনি বলেন, চিনে কোভিডের এই বাড়বাড়ন্ত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষের দিকে বেশিরভাগ শহরেই শীর্ষে উঠবে। শেনজেন, সাংহাই এবং চংকিং শহরগুলিতে আক্রান্ত হতে পারেন প্রায় লক্ষাধিক মানুষ।

চিনে করোনার নয়া স্ট্রেনের দাপটে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ এবং রাজধানী বেজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা করোনা সংক্রামিত হয়েছেন বলেই সরকারি তরফে জানানো হয়েছে। চিনের স্বাস্থ্য বিভাগ পুরোপুরি ভেঙে পড়েছে। আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ।

Sudipto

সম্পর্কিত খবর