প্রতিদিন মৃত্যু হবে ১৫ হাজারের বেশি, ফের আসবে কোভিডের মতো মহামারী! দাবি রিপোর্টে

বাংলাহান্ট ডেস্ক: করোনা (COVID 19) পরিস্থিতির কারণে তামাম বিশ্ব কী সমস্যার সম্মুখীন হয়েছিল তা সকলেই দেখেছেন। এতগুলি বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে করোনা মহামারীর খবর পাওয়া যায়। প্রায়দিনই নানা দেশে ধরা পড়ে করোনার বিভিন্ন ভেরিয়েন্ট। এই পরিস্থিতিতে আরও একটি আশঙ্কার খবর সামনে এসেছে। জানা গিয়েছে, করোনার মতোই আরও একটি মহামারী (Epidemic) গ্রাস করতে পারে বিশ্বকে।

একটি স্বাস্থ্য বিশ্লেষক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, করোনার মতোই একটি ভয়ঙ্কর মহামারী গ্রাস করতে পারে বিশ্বকে। আগামী দশকে এই মহামারীর মাথাচারা দেওয়ার ২৭.৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে রিপোর্টে এও বলা হয়েছে, যদি সঠিক সময়মতো একটি টিকা আবিষ্কার করা হয়, তাহলে এই মহামারী এড়াতে পারে বিশ্ব। 

covid cases increase

ওই সংস্থার রিপোর্টে বলা হয়েছে, বায়ু পরিবর্তন, বাড়তে থাকা বিদেশভ্রমণ ও জনসংখ্যা এবং পশু থেকে মানুষে ছড়িয়ে পড়া রোগব্যধিই আরও একটি মহামারীর কারণ হতে পারে। যদিও তারা এও জানিয়েছে, নতুন এই জীবাণু ধরা পড়ার ১০০ দিনের মাথায় যদি টিকা আবিষ্কার করা যায়, তাহলে এড়ানো যেতে পারে বিপদ। এই পদক্ষেপ নেওয়া হলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মাত্র ৮ শতাংশে নেমে আসবে। 

জনসংখ্যা বৃদ্ধি এবং পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগের কারণে আরও একটি মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিজ্ঞানীদের। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ব্রিটেনে প্রতি দিন ১৫ হাজার মানুষ বার্ড ফ্লু জাতীয় কোনও ভাইরাস থেকে হওয়া সংক্রমণের কারণে মারা যেতে পারেন। উল্লেখ্য, গপ্ত দু’দশকে তিনটি বড় মহামারীর সাক্ষী থেকেছে বিশ্ব। এর মধ্যে রয়েছে করোনা মহামারী, সার্স, মার্স এবং সোয়াইন ফ্লু।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে H5N1 বার্ড ফ্লু সংক্রমণও আশঙ্কার জন্ম দিয়েছে। যদিও এখনও পর্যন্ত তেমন হারে মানুষ সংক্রামিত হননি। এছাড়াও মানুষ থেকে মানুষে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তেমন নেই। যদিও পাখি থেকে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে। এখনও পর্যন্ত জিকা এবং মার্সের মতো ভয়ঙ্কর রোগের টিকাও আবিষ্কার হয়নি। এই অবস্থায় মহামারী এড়াতে চিকিৎসা বিজ্ঞানীদের দ্রুত পদক্ষেপ করতে হবে। 

Subhraroop

সম্পর্কিত খবর