বাংলাহান্ট ডেস্ক : কোভিড আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি।কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী থাকার কারণে কিছু কোভিড হাসপাতাল বন্ধ করে পুনরায় সাধারণ হাসপাতালে রূপান্তরিত হয়েছে। কিন্তু এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি হাসপাতালে বিরুদ্ধে। জেনারেল ওয়ার্ডে কোভিড রোগীকে ভর্তি করানোকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পানিহাটি হাসপাতাল। সেই জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রসূতি থেকে শিশু, সব বয়সের রোগী। কিন্তু কিভাবে জেনারেল ওয়ার্ডে ভর্তি করানো হলো কোভিড রুগীকে সেই নিয়ে উঠছে প্রশ্ন।
হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ একজন কোভিড রোগীকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করিয়েছে। সেই আতঙ্কে মাঝরাতে হাতে স্যালাইন নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন রোগীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় পানিহাটি হাসপাতালে। করোনা মহামারী কালে এই হাসপাতালে চালু ছিল কোভিড বিভাগ। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বন্ধ করে দেওয়া হয় বিভাগটি। পুনরায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় হাসপাতালের দরজা।
কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছে পানিহাটি হাসপাতালে?
অভিযোগ উঠেছে, বরাহনগরের বাসিন্দা ৬৭ বছরের লক্ষীনারায়ণ দাস নামক এক কোভিড রোগীকে পানিহাটি হাসপাতালে জেনারেল মহিলা ওয়ার্ডে ভর্তি করানো হয়। এই খবর পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই ওয়ার্ডের অন্যান্য মহিলা রোগীরা। মাঝরাতে তারা হাতে স্যালাইন নিয়ে বেরিয়ে আসেন ওয়ার্ড থেকে। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় পানিহাটি হাসপাতালে।
হাতে স্যালাইন এর বোতল নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান মহিলা রোগীরা। জেনারেল ওয়ার্ডে এত রোগী ভর্তি থাকা সত্ত্বেও কিভাবে এমন একজন কোভিড রোগীকে সেখানে ভর্তি করানো হল সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই নিয়ে মুখ খুলতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার