বাংলা হান্ট ডেস্কঃ ভারতের নানা প্রান্তে প্রায় সুনামির আকার ধারণ করেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। রোজই নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় চার লক্ষেরও বেশী মানুষ। একই অবস্থা বড় ছোট প্রায় সমস্ত রাজ্যগুলিতেই। ব্যতিক্রম নয় ছত্রিশগড়ও। গত ২৪ ঘন্টায় আরো মারাত্মক হয়ে উঠেছে পরিস্থিতি। একদিকে যেমন আক্রান্ত হয়েছেন প্রায় ১২ হাজারের কাছাকাছি মানুষ তেমনি অন্যদিকে মৃত্যু হয়েছে ১৭২ জনের। যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক অধিকারদের কপালে। কোভিডের এই অভাবিত আক্রমণে বেহাল দশা চিকিৎসা পরিকাঠামোরও।
এরই মাঝে আরো একটি অভাবনীয় খবর রীতিমতো ভাবিয়ে তুলেছে ছত্রিশগড় পুলিশ আধিকারীকদের। খবর অনুযায়ী, করোনা ভাইরাসের আক্রমনের মৃত্যু হয়েছে প্রায় ১০ জন নকশালপন্থী। শুধু তাই নয় প্রায় ৪০০ নকশালী কোভিড সংক্রমিত বলেও খবর মিলেছে। দণ্ডকারণ্যের এই ঘটনার খবর কি সত্যিই তা মেনে নিয়েছেন দন্তেবাড়া থানার এসপি অভিষেক বল্লভ। পুলিশ সূত্রে খবর, প্রায় কুড়ি দিন আগে বিজাপুরের জঙ্গলে নকশাল বাদীরা একটি মিটিংয়ের আয়োজন করে। সেই মিটিংয়ে যোগ দিয়েছিলেন প্রায় ৫০০ মাওবাদী সমর্থক। নকশালীদের আশঙ্কা, এই মিটিং থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রসঙ্গত উল্লেখ্য, ছত্রিশগড়ের নকশাল প্রধান এই এলাকাগুলিতে বাস করেন প্রায় দুই লক্ষের বেশি সাধারণ আদিবাসী মানুষ। তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা যে রীতিমতো মহামারী হয়ে উঠবে তা বলাই বাহুল্য।
ভারতের অন্যান্য রাজ্যের মত ছত্রিশগড়ের অবস্থাও যে ভীষণ সংকটজনক এ নিয়ে কোন সন্দেহ নেই। গতকাল শুধুমাত্র রায়গড় জেলাতেই মৃত্যু হয়েছে সর্বাধিক ২৯ জনের।
বিপদজনক পরিস্থিতি আমাদের এই রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করােনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন । মৃত্যু হয়েছে ১৩৪ জনের । এই মুহূর্তে আমাদের রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩। অন্যদিকে এই মুহূর্তে ছত্রিশগড়ে মোট সংক্রমিত ১ লক্ষ ২৫ হাজার ১০৪ জন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রত্যন্ত গ্রাম গুলিতেও যদি ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস তা যে কতটা ভয়ানক হয়ে উঠবে তা বলাই বাহুল্য।