সুরা প্রেমীদের জন্য সুখবর! রাজ্যে মদের দাম কমাতে চলেছে মমতা সরকার

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে রাজকোষের ভাটা পূরণ করতে রাজ্যে মদের দাম (Wine price) বৃদ্ধি করেছিল মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকার। এখন শোনা যাচ্ছে যে, সরকার মদের দাম কমানোতে উদ্যোগী হয়েছে। কোভিড ট্যাক্স হিসেবে এতদিন সুরা প্রেমীদের ৩০ শতাংশ অতিরিক্ত দাম দিতে হত মদের। কিন্তু এখন সরকার সেই অতিরিক্ত ট্যাক্স কমাতে পারে বলে সুত্রের খবর। তবে এখুনি না, এই ট্যাক্স কমতে আরও ১০ দিন লাগতে পারে। সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই নয়া দাম কার্যকারী হতে পারে বলে খবর।

wine 3

লকডাউনের ফলে গোটা দেশ তথা রাজ্যে মদের দোকান গুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। যেহেতু প্রতিটি রাজ্যের রাজস্বের একটি বড় অংশ আসে এই মদ বিক্রি থেকে, সেহেতু প্রতিটি রাজ্যই বারবার মদের দোকান খোলার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করছিল। এরপর কেন্দ্র সরকার মদের দোকান খোলার নির্দেশ দেয়। মদের দোকান খোলার প্রথম দুদিন দেশের প্রতিটি মদের দোকানে অগণিত মানুষের ভিড় জমে। তবে দেশের বেশিরভাগ রাজ্যই মদের দোকান খোলার আগে অতিরিক্ত কর চাপিয়েছিল।

wine shop

সবথেকে বেশি মদের উপর কর বসায় দিল্লীর সরকার। সেখানে ৭০ শতাংশ কর চাপানো হয়। যদিও এতেও সুরা প্রেমীদের মদ কেনায় কোন ঘাটতি পরেনি। সেই সুত্রেই এই রাজ্যে মমতা সরকারও মদের উপর ৩০ শতাংশ অতিরিক্ত চার্জ বসায়। এরফলে ১ হাজার টাকার মদের দাম বেড়ে ১ হাজার ৩০০ টাকা হয়ে যায়। সরকার জানিয়ে দেয় যে, রাজস্বের ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

delhiwomenwinestore 29 06 2016

যদিও দিল্লী সরকার বহুদিন আগেই মদের উপর থেকে অতিরিক্ত ৭০ শতাংশ কর বন্ধ করে দিয়েছে। এরাজ্যে এখনো অতিরিক্ত ৩০ শতাংশ চার্জ লাগু আছে। তবে সুত্রের খবর অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই সেই ৩০ শতাংশ অতিরিক্ত চার্জ কমাতে চলেছে সরকার। এরফলে সুরা প্রেমীদের যে বিশাল লাভ হবে সেটা বলাই বাহুল্য।


Koushik Dutta

সম্পর্কিত খবর