বাংলা হান্ট ডেস্কঃ আগামী একমাসের মধ্যেই ভারতে করোনার ভ্যাকসিন লঞ্চ হওয়ার আশা। কেন্দ্র সরকার করোনার ভ্যাকসিন বিতরণ নিয়ে নানান পরিকল্পনা বানাচ্ছে। আরেকদিকে, বিরোধীরা বারবার কেন্দ্র সরকারকে নিশানা করে বলছে যে, সরকার কেনও গোটা দেশে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ঘোষণা করছে না। যদিও, গোটা দেশে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া নিয়ে এখনো কোনও কিছুই বলা হয়নি মোদী সরকারের তরফ থেকে। আর এরমধ্যে কেরলে (Kerala) সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)।
COVID vaccine will be provided free of cost in the state: Kerala CM Pinarayi Vijayan pic.twitter.com/MTQ2FyjEcp
— ANI (@ANI) December 12, 2020
কেরলে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এই ঘোষণা করেন।