বাদুড়ের থেকেই ছড়াচ্ছে COVIED-19? ICMR এর রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ আইসিএমআর (ICMR)–এর রিপোর্টে প্রকাশ্যে এসেছে নয়া তথ্য। আইসিএমআর দাবি করেছে SARS-COV-2 ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে যোগ রয়েছে দু’‌ধরনের বাদুড়ের। সাতটি রাজ্য থেকে একাধিক নমুনা সংগ্রহের পর কেরল, হিমাচল, তামিলনাড়ু ও পন্ডিচেরির নমুনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছে।

corona virus getty

মনে করা হচ্ছে, এই আবিষ্কারের ফলে দেশের বাদুড়ের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার ইতিহাস নিয়ে একটা সাধারণ চর্চা করা সম্ভব হবে। তবে, ভারতে (india) বাদুড়ের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার বিস্তারিত ও জিনগত তথ্যের সমস্তটা জানতে অবশ্যই ভারতীয় বাদুড়ের ওপর আরও বেশি পরিমাণে পরীক্ষা চালাতে হবে। পশু প্রাণ ও মানুষের স্বাস্থ্য নিয়ে যৌথ পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এই গবেষণা থেকে সংগ্রহ করা তথ্য গণস্বাস্থ্যের উন্নতিতে‌ও কাজে লাগান হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে, করোনা ভাইরাস (corona virus) ছড়িয়ে পড়ার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা যাবে।

italy coronavirus doctor 1

পাশাপাশি, কীভাবে এর মারণ সংক্রমণ রোধ করা যায়, সে বিষয়েও স্পষ্ট একটা ধারণা পাওয়া সম্ভব হবে। দ্রুত ও বেশি মাত্রায় নজরদারি চালানো করোনা ভাইরাস রুখে দেওয়ার একমাত্র উপায়। একে যত দ্রুত চিহ্নিত করা যাবে, তত দ্রুতই এর হাত থেকে রক্ষা করা যাবে মানব সভ্যতাকে। কমে আসবে এর ঝুঁকি।


সম্পর্কিত খবর