বাংলাহান্ট ডেস্ক : আদালতে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যে তাদের কোভিশিল্ড (Covishield) থেকে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার এই ভ্যাকসিন থেকে হতে পারে থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোম। সংস্থার বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে আদালতে এই কথাই স্বীকার করেছে অ্যাস্ট্রাজেনেকা।
আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, যে কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, তা গ্রহণে একাধিক জটিল রোগ হতে পারে। এই খবর সামনে আসার পরেই বহু মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভারতে এই কোভিশিল্ড তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট। থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোম শরীরের বিভিন্ন অংশের রক্ত জমাট বাঁধিয়ে দেয়।
আরোও পড়ুন : বিক্রির মুখে গণতন্ত্র! ‘ভারত সুপার পাওয়ার হচ্ছে, আর আমরা ভিক্ষা করছি’, এ কী বললেন পাক বিরোধী নেতা
দ্রুত কমতে শুরু করে রক্তে প্লেটলেটের পরিমাণ। প্লেটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে। তাই যদি শরীরে প্লেটলেট কমতে শুরু করে তা অত্যন্ত বিপদজনক হতে পারে। একাধিক গবেষণা দাবি করেছে, ভ্যাক্সজেভরিয়া, কোভিশিল্ড, জনসন অ্যান্ড জনসনের মতো টিকাগুলির গ্রহীতাদের মধ্যে সন্ধান পাওয়া গেছে থ্রম্বসিসের।
এই রোগের উপসর্গ হল মাথাযন্ত্রণা, পেট ব্যথা, পা ফোলা, শ্বাসকষ্টের সমস্যা, খিচুনি ইত্যাদি। এই ধরনের উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। কোভিশিল্ড নেওয়া ব্যক্তির শরীরে যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে তা বিপদজনক হতে পারে। তবে এখনো ভারতে কোভিশিল্ড গ্রহীতাদের মধ্যে এই ধরনের রোগের সন্ধান মেলেনি। ভারতে কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট সেকথা জানিয়েছে।