আর থাকবে না জ্বালানির চিন্তা! পেট্রোল-ডিজেল বাদ দিয়ে গোবরচালিত গাড়ি আনছে Maruti Suzuki

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) বাজারে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির (Electric Cars)। দেশের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রিক গাড়ি উৎপাদন শুরু করে দেবে। তবে এইসবের মধ্যে এক ধাপ এগিয়ে সম্পূর্ণ অন্যরকম চিন্তাভাবনা শুরু করেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। দেশের জনপ্রিয় এই গাড়ি সংস্থা পরিকল্পনা করেছে বায়োগ্যাস (CNG) চালিত গাড়ি বাজারে নিয়ে আসার। মূলত গোবরের (Cow Dung) মাধ্যমে চলবে এই বায়োগ্যাস গাড়ি।

ক্লিনার ফুয়েল বিকল্পগুলিতে মনোনিবেশ করার কথা বলেছেন মারুতি সুজুকি। এই চিন্তাভাবনা থেকেই সংস্থা ঠিক করেছে তারা বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করবে গোবর, যেটি আবার ভবিষ্যতে কাজে লাগবে সিএনজি গাড়ি চালানোর ক্ষেত্রে। বর্তমানে ভারতবর্ষে মারুতি সুজুকির কাছে সিএনজি পণ্যের বৃহত্তম পোর্টফোলিও রয়েছে। কোম্পানি এই গাড়িগুলিকে চালাতেই বিকল্প পথে হাঁটা শুরু করার পরিকল্পনা করছে।

Maruti suzuki এই বিষয়ে জানিয়েছে, সুজুকি এই মুহূর্তে কার্বন নিঃসরণ কমানোর জন্য বায়ো গ্যাসকে প্রাধান্য দিতে চলেছে। আর এই বায়োগ্যাসের অন্যতম উৎস হল গোবর। গ্রামাঞ্চলে অধিকাংশ ক্ষেত্রে গোবরকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। মারুতি সুজুকির এই ধরনের গাড়ি চালিত হওয়ার পর বৃদ্ধি পাবে গোবর কেনাবেচার পরিমাণও।

maruti ertiga tour m

গোবরের মাধ্যমে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের জন্য একটি ভালো চিন্তা ভাবনা করেছে মারুতি সুজুকি। তারা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং বনাস ডেয়ারির মতো কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে বিকল্প জ্বালানির জন্য। পাশাপাশি, মারুতি সুজুকি বিনিয়োগ করেছে জাপানের Fujisan Asagiri Biomass সংস্থাতেও । গোবর বায়োগ্যাস উৎপন্ন করে উৎপন্ন করে এই সংস্থাটি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X