বাংলা হান্ট ডেস্কঃ ফের পিছিয়ে গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদন। শারীরিক পরিস্থিতির কারণ দেখিয়ে দিল্লির রউজ অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেছিলেন কেষ্ট। তবে লাভের লাভ কিছুই হল না। জুলাই পর্যন্ত পিছিয়ে গেল কেষ্ট মণ্ডলের জামিনের আবেদন। পরবর্তী শুনানি জুলাই মাসে।
প্রসঙ্গত, গত বছর থেকে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলবন্দি হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বহু টানাপোড়েনের পর বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহার। তবে তার পর থেকেই বাড়ে বিপত্তি। তিহাড়ে নিয়ে যাওয়ার পর থেকেই বারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রতকে।
কেষ্ট নিজেই জানিয়েছিলেন তার শরীর দিন দিন খারাপ হচ্ছে। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭২ ও ৭৫ শতাংশ ব্লকেজের পাশাপাশি লিভারেরও সমস্যা রয়েছে। দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে নেতাকে। অন্যদিকে, খাওয়া-দাওয়াও একেবারেই কম হয়েছে। জেল সূত্রে জানা গিয়েছে, এত ওষুধ খাওয়ার পর দুটো রুটি, সবজি ছাড়া আর কিছুই খাচ্ছেন না তিনি।
শারীরিক অবস্থার অবনতি দেখে অনুব্রত জেল হাসপাতালের বাইরে ডাক্তার দেখানোর অনুরোধও করেছিলেন। এরপর হাসপাতালে নানা পরীক্ষা করা হয় নেতার। উল্লেখ্য, পূর্বে এইমস ও সফদরজং, জিবি পন্থ হাসপাতালেও দেখানো হয়েছে অনুব্রতকে।
তবে সূত্রের খবর, সম্প্রতি মেয়ে গ্রেফতার হওয়ায় সেই খবর শুনে আরও ভেঙে পড়েছেন তিনি। মেয়েকে জেলে দেখে হাউহাউ করে কেঁদেও ফেলেছিলেন তিনি। মানসিক চাপের কারণেই দিন দিন আরও অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত। এমনটাই জানা গিয়েছে।
এই পরিস্থিতিতেই ফের জামিনের আবেদন করেন অনুব্রত। তবে আপাতত জুলাই মাস পর্যন্ত জেলেই কাটাতে হবে অনুব্রতকে। মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে। কেষ্টর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল অবশ্য জানিয়েছেন, জামিনের বিষয়ে এরপর দিল্লি হাইকোর্টে আবেদন করতে পারেন তারা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা