বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহ রক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানিয়েছিল তদন্তকারী সংস্থা। এদিন তাদের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ বর্তমানে সায়গলকে কলকাতায় (Kolkata) জেরা করতে পারবে গোয়েন্দা সংস্থা। যদিও আগামী সময় ইডির তরফ থেকে দিল্লি হাইকোর্টে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর।
গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তারও পূর্বে এই মামলায় সর্বপ্রথম গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। এক্ষেত্রে তাঁর নিকট কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় সম্পত্তির হিসেব না মেলায় গ্রেফতার করা হয় সাইগোলকে।
পরবর্তীতে অবশ্য একাধিক বার জামিনের আবেদন করলেও অনুব্রতর দেহরক্ষীর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। একই সঙ্গে সম্প্রতি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছে যায় ইডির প্রতিনিধি দল এবং এক্ষেত্রে দীর্ঘজী জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন সায়গল।
শুধু তাই নয়, একইসঙ্গে সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার পর তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে তদন্তের আর্জি জানায় তদন্তকারী অফিসাররা। তবে তাদের সেই আর্জি খারিজ করে দেয় আসানসোলের বিশেষ আদালত এবং এরপরই কলকাতা হাইকোর্টের নিকট উপস্থিত হয় ইডি।
আদালত সূত্রের খবর, এদিন ইডি আইনজীবীর দাবি-দাওয়া শুনে হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়, কলকাতা থাকতে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের কি প্রয়োজন রয়েছে? এরপরই একাধিক বিষয়কে সামনে তুলে ধরে সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।