বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার। গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন দাপুটে এই নেতা। এরপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে গোয়েন্দা অফিসারদেরও। অতীতে এই মামলায় নাম জড়ায় অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। সিবিআই জেরার মুখেও পড়তে হয় তাঁকে আর এবার পুনরায় একবার সুকন্যাকে তলব করলো তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। এই মামলায় ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তাদের হাতে। এক্ষেত্রে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে কোটি কোটি টাকা সম্পত্তি এবং জমি পাওয়ার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে অনুব্রতর মেয়ের নামও প্রকাশ্যে এসেছে।
সাধারণ স্কুল-শিক্ষিকা সুকন্যার নামে বিপুল পরিমাণ জমি এবং একাধিক কোম্পানির সন্ধান পায় সিবিআই। পরবর্তীতে তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয় তাঁকে। সেই ধারা বজায় রেখে আগামী সোমবার ফের একবার তলব করা হল অনুব্রত কন্যাকে। এক্ষেত্রে সুকন্যার কোম্পানিকে নোটিশ ধরানোর পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনকেও তলব করেছে গোয়েন্দা সংস্থা।
কি কারনে তলব? প্রসঙ্গত, অতীতে একাধিক সময় সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে একাধিক সম্পত্তির হদিশ মেলে। এক্ষেত্রে বোলপুরে রাইস মিলের পাশাপাশি অন্যান্য একাধিক কোম্পানি রয়েছে তাঁর নামে। সেই সূত্র ধরে সম্প্রতি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির সন্ধান পায় সিবিআই, যার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুকন্যা এবং বিদ্যুৎ গায়েন। উল্লেখ্য, উক্ত কোম্পানিকে নোটিশ দেওয়ার পাশাপাশি তলব করা হয়েছে ওই দুজনকেই।
সূত্রের খবর, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের নামে একাধিক তথ্যসূত্র মিলেছে সিবিআই-এর হাতে। এক্ষেত্রে কোম্পানির মাধ্যমে বহু পরিমাণ সম্পত্তি ক্রয় করা হয়েছে বলে দাবি গোয়েন্দা সংস্থার। সম্প্রতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে যে চার্জশিট পেশ করে সিবিআই, সেখানে উক্ত কোম্পানির নাম রয়েছে। এক্ষেত্রে হুমকি এবং চাপ সৃষ্টি করার মাধ্যমে কম টাকায় বিপুল পরিমাণ সম্পত্তি ক্রয় করা হতো ওই কোম্পানির দ্বারা, এই সন্দেহে এবার অনুব্রত কন্যা এবং বিদ্যুৎ বরণ গায়েনকে তলব করল সিবিআই।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!