বন্ধুর চিকিৎসার জন্য বাংলার বাইরে! CBI-র সামনে হাজিরা দেওয়ার জন্য সময় চাইলেন কেষ্ট কন্যা

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার। গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন কেষ্ট। একইসঙ্গে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) দিকেও নজর রেখে চলেছে তদন্তকারী সংস্থা। এর মাঝেই এ দিন সিবিআই অফিসে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় সুকন্যাকে। তবে অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে সময় চেয়ে বসলেন অনুব্রত কন্যা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। একই সঙ্গে তৃণমূল নেতা এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া যায়, যা ঘিরে শোরগোল তুঙ্গে। এই পরিস্থিতিতে একদিকে যখন অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে তৃণমূল নেতার, তো আবার অপরদিকে তাঁর মেয়ে সুকন্যার নামেও বিপুল পরিমাণ জমি এবং কোম্পানির খোঁজ পেয়েছে সিবিআই।

এক্ষেত্রে বোলপুরে একাধিক রাইস মিলের পাশাপাশি অসংখ্য কোম্পানির মালিকানা রয়েছে সুকন্যার নামে। একজন সাধারণ স্কুল শিক্ষিকা হয়ে কিভাবে এত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন তিনি, তা খুঁজে বের করতে তৎপর তদন্তকারী অফিসাররা। এই সূত্রে অতীতেও একাধিক সময় তলব করা হয় সুকন্যা মণ্ডলকে। একই সঙ্গে বর্তমানে এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড সংস্থার আয়-ব্যায়ের হিসাব চেয়ে এদিন সুকন্যা মণ্ডল এবং অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরেন গায়েনকে ডেকে পাঠায় সিবিআই।

তবে সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে বন্ধুর চিকিৎসার জন্য চেন্নাইয়ে রয়েছেন সুকন্যা। সেই সূত্র ধরে এদিন হাজিরা জন্য ‘না’ করে দেন তিনি।

anubrata mondal sukanya

প্রসঙ্গত, অতীতে সুকন্যার সম্পত্তির বিষয়ে জানতে চেয়ে তাঁকে তলব করে সিবিআই। একই সঙ্গে আগামী ২৭ শে অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তরফ থেকে জেরার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত কন্যাকে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সুকন্যা দিল্লিতে পৌঁছে যান কিনা, সেটাই দেখার বিষয়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর