বাংলাহান্ট ডেস্ক : গত বছর রাখি পূর্ণিমার দিনেই গ্রেফতার হয়েছিলেন বীরভূমের একসময়ের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের জেরে সিবিআই আধিকারিকরা কেষ্টোর হাতে হাত করা পড়াতেই তোলপাড় শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। ঠিক তারপরই দেখা গিয়েছিল অনুব্রতর (Anubrata Mondal) বাড়ির দরজায় হাজির হয়েছেন এক গো মাতা।
অবলা একটি গরুকে নিয়ে সেদিন শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social media)। এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হল। অনুব্রতর পর এবার সুকন্যা (Sukanya Mondal) জেলে যেতেই বাড়িতে গোমাতাদের আনাগোনা শুরু হল। অনেকেই অবশ্য বলছেন, জীবন ফিরে পেয়েছে বীরভূমের গরুরা। তবে, ফের একবার অনুব্রতর বাড়িতে গরু যেতেই নানান রকম চর্চা শুরু হয়েছে এলাকায়।
এদিকে, অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির সামনে এক গরু বাছুরকে মহানন্দে ঘুরে বেড়াতে দেখা যেতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তবে, ভিডিওটি আপলোড করার পাশাপাশি বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন।
বিজেপি নেতার কথায়, “বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে !!! তাই, “খেলা হবে”, “ভয়ংকর খেলা হবে” ইত্যাদি প্রলাপ বকা নির্বুদ্ধিতার পরিচয়-বাহক… …”আসল খেলা” তো “সময়” খেলবে, ঠিক বুঝিয়ে দেবে – “কর্ম যেমন করবেন, ফল তেমনই ভোগ করতে হবে”… – কথাটি দলমত নির্বিশেষে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, ইতিহাস তার সাক্ষী !!!” এমনকি বাড়িটির অতীত অবস্থার সাথে বর্তমান দশার তুলনাও টেনেছেন।